ভ্রমণ অনলাইন ডেস্ক: পহলগাম হত্যাকাণ্ডের প্রভাব পড়ল অমরনাথ যাত্রায়। এ বার অমরনাথ যাত্রায় এখনও পর্যন্ত যত জন নাম নথিভুক্ত করেছেন, তাঁদের মধ্যে এক-তৃতীয়াংশ তাঁদের যাত্রা সুনিশ্চিত বলে জানিয়াছেন। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এ কথা জানিয়েছেন। ২২ এপ্রিলের পহলগাম হত্যাকাণ্ডের জেরে এ বার অমরনাথ যাত্রায় নাম নথিভুক্তি গত বছরের তুলনায় ১০ শতাংশ কম হয়েছে।
গত বৃহস্পতিবার শ্রীনগরে রাজভবনে এক সাংবাদিক সম্মেলনে লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, অমরনাথ যাত্রাপথে এ বার যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যাত্রা শুরু হচ্ছে ৩ জুলাই থেকে, চলবে ৯ আগস্ট পর্যন্ত।
লেফটেন্যান্ট গভর্নর বলেন, “২২ এপ্রিলের ঘটনার আগে তীর্থযাত্রীদের নাম নথিভুক্তি বেশ ভালোই চলছিল। কিন্তু ঘটনার পরে তা কমে যায়। সামগ্রিক ভাবে গত বছরের তুলনায় ১০.১৯ শতাংশ কম নাম নথিভুক্তি হয়েছে।”
লেফটেন্যান্ট গভর্নর জানান, এ বার নাম নথিভুক্তি ভালোই চলছিল। ২২ এপ্রিলের ঘটনার আগেই ২ লক্ষ ৩৬ হাজার তীর্থযাত্রী নাম লিখিয়ে ফেলেছিলেন। কিন্তু ঘটনার পরেই নাম নথিভুক্তির রাশ কমে যায়। গত বছর ৫ লক্ষ ১২ হাজার পুণ্যার্থী অমরনাথ যাত্রায় যোগ দিয়েছিলেন। গত এক দশকের অমরনাথ যাত্রায় এই সংখ্যায় ছিল সর্বাধিক।

লেফটেন্যান্ট গভর্নর আরও জানান, ২২ এপ্রিলের আগে যাঁরা নাম নথিভুক্ত করিয়েছিলেন, তাঁরা যাত্রায় যোগ দেবেন কি না তা আবার যাচাই করে নেওয়ার একটি প্রক্রিয়া চালু করেছে শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড (এসএএসবি)। তাতে দেখা যাচ্ছে, “২ লক্ষ ৩৬ হাজার তীর্থযাত্রী ২২ এপ্রিলের আগে নাম লিখিয়েছিলেন তাঁদের মধ্যে ৮৫ হাজার তীর্থযাত্রী সুনিশ্চিত করেছেন, তাঁরা যাত্রায় থাকছেন। আশা করা যায়, সামনের দিনগুলিতে অমরনাথ যাত্রায় নাম নথিভুক্তির সংখ্যা বাড়বে।” উল্লেখ্য, লেফটেন্যান্ট গভর্নর শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের চেয়ারম্যান।
প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী বরফাবৃত পাহাড়ি পথ ভেঙে, হিমবাহ পেরিয়ে ৩৮৮০ মিটার তথা ১২৭২৯ ফুট উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহায় বরফের শিবলিঙ্গ দর্শনে যান। জুলাই-আগস্ট মাসেই এই তীর্থযাত্রা হয়। এই তীর্থযাত্রার দুটি বেসক্যাম্পের মধ্যে একটি হল পহলগাম।
লেফটেন্যান্ট গভর্নর সবাইকে আশ্বস্ত করে বলেছেন, শুধুই অমরনাথ তীর্থযাত্রীদের জন্যই নয়, কাশ্মীরে সাধারণ পর্যটক এবং সেখানকার স্থানীয় মানুষদের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
🔘 MakeMyTrip-এ এখনই হোটেল বুক করুন – ছাড় চলছে!
👉 বুক করতে এখানে ক্লিক করুন