পয়লা বৈশাখ থেকে ভ্রামণিকদের জন্য খুলে দেওয়া হবে রাজভবন

ভ্রমণ অনলাইনডেস্ক: কলকাতার অন্যতম অনন্য স্থাপত্য হল রাজভবন। এই বাড়িটার পাশ দিয়ে যাতায়াতের সময় সাধারণ মানুষের মনে অন্তত একবার এই বাড়ির ভেতরে ঢোকার ইচ্ছে তো জাগেই। এত দিন সেটা সম্ভব না হলেও পয়লা বৈশাখ থেকে বিষয়টি সম্ভব হবে।

ওই দিন থেকেই রাজভবনের ভেতরে প্রবেশ করে বাড়িটি ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। সম্প্রতি কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মুর্মু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজভবনে একটি নৈশভোজ হয়। ওই অনুষ্ঠানেই রাজভবনের প্রতিকীI একটি চাবি মুর্মুর হাতে তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্মু সেই চাবিটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন।

এই প্রসঙ্গে একটি বিবৃতিও জারি করেছে রাজভবন। সেখানে বলা হয়েছে যে রাজভবনের ভেতরে ‘হেরিটেজ ওয়াক’ আয়োজন করার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *