এখন থেকে প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকবে মেদলা নজর মিনার

ভ্রমণ অনলাইনডেস্ক: এখন থেকে প্রতি বৃহস্পতিবার পর্যটকদের জন্য বন্ধ থাকবে গোরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত মেদলা নজরমিনার। ১ ডিসেম্বর থেকে এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে।

গোরুমারার ডিএফও অফিস থেকে নতুন নির্দেশিকায় এমনটা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে ১ তারিখ থেকে প্রতি বৃহস্পতিবার গোরুমারার রামশাই টিকিট কাউন্টার থেকে মেদলার জন্য টিকিট দেওয়া বন্ধ থাকবে। এর ফলে পর্যটকরা কিছুটা হতাশ হলেও জঙ্গলের মধ্যে অতিরিক্ত কোলাহল যে কমবে, তা বলাই বাহুল্য।

গোরুমারা জাতীয় উদ্যানের চারটি বিট — ‘যাত্রাপ্রসাদ’ , ‘মেদলা’, ‘চুকচুকি’ ও ‘খুনিয়া’ নজরমিনার। মেদলা নজরমিনারটি গোরুমারা জাতীয় উদ্যানের মূল এলাকার অনেকটাই বাইরে। তাই সাধারণত বর্ষার সময় যখন জঙ্গল বন্ধ থাকত, তখন মেদলায় যেতে পারতেন পর্যটকরা।

যদিও ২০২২-এর বর্ষায় মেদলাও বন্ধ রাখা হয়েছিল। এতে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে কিছুটা ক্ষোভেরও সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *