east west metro

ইতিহাস গড়তে চলেছে কলকাতা, ভিডিও পোস্ট করে টুইট রেলমন্ত্রীর

কলকাতা: কিছু দিনের মধ্যেই দেশের প্রথম ‘আন্ডার ওয়াটার ট্রেন’ চালু হতে চলেছে। এর মধ্যে দিয়ে ইতিহাসে পাতায় ঢুকে পড়বে কলকাতা। বৃহস্পতিবার টুইট করে এই কথা জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ স্থাপনকারী ইস্ট ওয়েস্ট মেট্রো যে গঙ্গার তলা দিয়ে যাবে, সেটা কলকাতা তথা রাজ্যবাসী অনেক দিন আগেই জেনে গিয়েছেন। এ বার এই সংক্রান্ত একটি টুইট করে সরকারি ভাবে সেই ঘোষণা করলেন পীযূষ গোয়েল।

হিন্দিতে করা টুইটে তিনি বলেন, “দেশের প্রথম আন্ডার ওয়াটার ট্রেন কিছু দিনের মধ্যেই কলকাতায় চালু হবে। ট্রেনটি হুগলি নদীর নীচ দিয়ে যাবে। এটি উৎকৃষ্ট ইঞ্জিনিয়ারিং এবং ভারতীয় রেলের ক্রম উন্নতমান পরিষেবার প্রতীক। এর জন্য কলকাতাবাসীরা অনেক সুবিধা পাবেন এবং দেশের কাছে এটা অত্যন্ত গর্বের।”

উল্লেখ্য, দু’টি ভাগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা শুরু হতে চলেছে। এই মাসের শেষে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পরিষেবা শুরু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *