ভারত-অস্ট্রেলিয়া টেস্ট স্থানান্তরিত, বুকিং বাতিলে হতাশ ধরমশালার পর্যটন ব্যবসায়ীরা

ভ্রমণ অনলাইনডেস্ক: বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেট মাঠ ধরমশালার মাঠটি। আগামী ১ থেকে ৫ মার্চ সেখানে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল। সেই কারণে আশায় বুক বাঁধছিলেন পর্যটন ব্যবসায়ীরা। তুষারাবৃত ধৌলাধার পর্বতশ্রেণিকে সাক্ষী রেখে টেস্ট ম্যাচের মজা নেওয়া একটা আলাদা জিনিস।

কিন্তু সেই সুযোগ আর এল না। মাঠের কাজ এখনও শেষ হয়নি। আউটফিল্ডে পর্যাপ্ত পরিমাণে ঘাস এখনও গজিয়ে ওঠেনি। সেই কারণে কোনো ঝুঁকি না নিয়েই ধরমশালা থেকে টেস্ট ম্যাচটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইনদওরে। এতেই চূড়ান্ত হতাশ ধরমশালার পর্যটন ব্যবসায়ীরা।

তাঁদের আশা ছিল, টেস্ট ম্যাচকে কেন্দ্র করে উত্তর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবেন এখানে খেলা দেখতে। পাশাপাশি অস্ট্রেলিয়া থেকেও সমর্থকরা আসবেন। সেইমতো হোটেল বুকিংও হয়ে গিয়েছিল। কিন্তু টেস্ট সরে যাওয়ায় সেই বুকিং এখনও বাতিল করে দিতে হচ্ছে।

এক হোটেলমালিক বিজয় ইন্দর করন হিন্দুস্তান টাইম্‌সকে বলেন, “মনে করছিলাম যে এই টেস্ট ম্যাচের জন্যই গ্রীষ্মকালীন পর্যটন ধুমধাম করে শুরু হবে শহরে। কিন্তু সেটাই হল না।” শুধু হোটেল ব্যবসায়ীরাই নন, হতাশ গাড়ির ব্যবসায়ীরাও। এমনই এক ব্যবসায়ী প্রেম সাগর বলেন, “ম্যাচটা হলে আমরা অন্তত ৮ দিন কাজের মধ্যে থাকতাম, খেলা দেখতে আসা মানুষদের ধরমশালা-ম্যাকলিওডগঞ্জের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতাম। কিন্তু এ বার সেটা হল না!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *