সিকিম বেড়াতে যাচ্ছেন? তার আগে জেনে নিন আবহাওয়া কেমন থাকবে

ভ্রমণ অনলাইনডেস্ক: চলতি মরশুমে অনেক দেরিতে হলেও অবশেষে তুষারপাত শুরু হয়েছে সিকিমের উঁচু এলাকাগুলিতে। এই ধরনের আবহাওয়াই সামনের সপ্তাহে থাকতে পারে রাজ্য জুড়ে। ফলে, সিকিম বেড়াতে যাওয়ার আগে আবহাওয়ার রিপোর্ট জেনে নেওয়া বাঞ্ছনীয়।

চলতি শীতের মরশুমে তুষারপাত খুব কম হয়েছে পূর্ব এবং উত্তরপূর্বের হিমালয়ে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান সান্দাকফুতে বরফ পড়েনি। জানুয়ারি মাসে উত্তর সিকিম এবং পূর্ব সিকিমের রেশমপথের অঞ্চলেও সে ভাবে কোনো বরফ পড়েনি। কিন্তু ফেব্রুয়ারি পড়তেই আবহাওয়া কিছুটা বদলে গিয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি থেকে লাগাতার তুষারপাত হয়েছে সিকিমে। এর ফলে কিছু কিছু ক্ষেত্রে পর্যটকদের ভ্রমণের ওপরে নিষেধাজ্ঞাও জারি করা হচ্ছিল। খারাপ আবহাওয়ার জন্য সোমবার পূর্ব সিকিমের পারমিট দিচ্ছিল না প্রশাসন। পরে অবশ্য দেওয়া শুরু হয়।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে ফের আবহাওয়া খারাপ হতে পারে সিকিমে। বৃষ্টির সঙ্গে চলতে পারে তুষারপাত। ফের একবার নতুন করে বরফের চাদরে মুড়তে পারে সিকিমের উঁচু জায়গাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *