ভ্রমণ অনলাইনডেস্ক: বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্মের নজির একটা সময় ছিল খড়গপুরের। সেখান থেকে সেই মুকুট চলে যায় উত্তরপ্রদেশের গোরক্ষপুরের মাথায়। তবে এ বার সেই গোরক্ষপুরকেও হারিয়ে দিল কর্নাটকের হুবলি।
বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের স্বীকৃতি আদায় করে নিয়েছে হুবলি। রবিবার হুবলি জংশন স্টেশনের দীর্ঘতম প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্নাটকে বিধানসভা নির্বাচনের আগে যা রাজনৈতিক দিক থেকে আলাদা গুরুত্ব পেয়েছে।
হুবলি জংশনের আরও একটি নাম রয়েছে। তা হল ‘শ্রী সিধারুদ্ধ স্বামীজি হুবলি স্টেশন’। এই স্টেশনের প্ল্যাটফর্মটি ১৫০৭ মিটার দীর্ঘ। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হিসাবে হুবলিকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।
হুবলি জংশনের ১ নং প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য ১৫০৭ মিটার। এটি তৈরি করতে খরচ হয়েছে ২০ কোটি টাকা। কর্নাটকে রেলের মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হুবলি। সে রাজ্যের বাণিজ্য ক্ষেত্রে এই স্টেশনের বড়ো ভূমিকা রয়েছে।রেলকর্তারা মনে করছেন, প্ল্যাটফর্মটি দীর্ঘ হওয়ায় যাত্রী পরিবহণ আরও মসৃণ হবে। সেই সঙ্গে উন্নত হবে রেল পরিষেবাও। একই সময়ে একাধিক ট্রেন ছাড়তে পারবে।
তবে শুধু হুবলি জংশন স্টেশন নয়। বিশ্বের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মও রয়েছে ভারতে। হুবলির রেকর্ডের কারণে গোরক্ষপুর চলে গিয়েছে দ্বিতীয় স্থানে আর খড়গপুর চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে রয়েছে কেরলের কোল্লম জংশন স্টেশন। বিশ্বের তৃতীয় দীর্ঘতম এই প্ল্যাটফর্মের দৈর্ঘ ১১৮০.৫ মিটার।