change in train timings

বুধবার থেকে সময় পালটাচ্ছে দক্ষিণপূর্ব রেলের বেশ কিছু ট্রেনের, জানুন বিস্তারিত

কলকাতা: বুধবার, স্বাধীনতা দিবস থেকে দক্ষিণপূর্ব রেলের বেশ কিছু ট্রেনের ছাড়ার সময় কিছুটা পালটে যাচ্ছে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণপূর্ব রেল।

মোট ১১টি দুরপাল্লার ট্রেনের ছাড়ার সময় পালটে যাচ্ছে। সেগুলি হল-

১) ১২২৪৫ আপ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস সকাল ১০:৫৫-এর বদলে ১০:৫০-এ হাওড়া থেকে ছাড়বে।

২) ২২৮৬৩ আপ হাওড়া-যশবন্তপুর এসি এক্সপ্রেস সকাল ১০:৫৫-এর বদলে ১০:৫০-এ হাওড়া থেকে ছাড়বে।

৩) ১২৮৬০ আপ হাওড়া-মুম্বই গীতাঞ্জলী এক্সপ্রেস দুপুর ১:৫০-এর বদলে দুপুর ১:৪০-এ হাওড়া থেকে ছাড়বে।

৪) ১২৮১০ আপ হাওড়া-মুম্বই মেল (ভায়া নাগপুর) রাত সওয়া আটটার বদলে রাত আটটায় হাওড়া থেকে ছাড়বে।

৫) ১২১৩০ আপ হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস রাত ৯:৫০-এর বদলে ৯:৪০-এ হাওড়া থেকে ছাড়বে।

আরও পড়ুন অযোধ্যা পাহাড়ে পর্যটনের প্রসারে হোমস্টে প্রকল্পের ওপরে জোর পুরুলিয়া জেলা প্রশাসনের

৬) ১৫০২১ আপ শালিমার-গোরক্ষপুর এক্সপ্রেস রাত ৮:২২-এর বদলে ৮:২০-এ শালিমার থেকে ছাড়বে।

৭) ২২৮৩০ আপ শালিমার-ভুজ এক্সপ্রেস রাত ৮:২২-এর বদলে ৮:২০-এ শালিমার থেকে ছাড়বে।

৮) ১৯৬৫৯ আপ শালিমার-উদয়পুর এক্সপ্রেস রাত ৮:২২-এর বদলে ৮:২০-এ শালিমার থেকে ছাড়বে।

৯) ২২৮১৩ আপ সাঁতরাগাছি-পারাদ্বীপ এক্সপ্রেস রাত ৮:৪০-এর বদলে ৮:২৫-এ সাঁতরাগাছি থেকে ছাড়বে।

১০) ১২০২২ ডাউন বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস দুপুর ১:৪৫-এর বদলে ১:৩৫-এ বারবিল থেকে ছাড়বে।

১১) ২২৮২১ আপ ঝাড়গ্রাম-পুরুলিয়া এক্সপ্রেস সকাল ১০:৪৫-এর বদলে ১০:৫০-এ ঝাড়গ্রাম থেকে ছাড়বে।

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *