পরিবেশ-বান্ধব পর্যটনে জোর কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের

Athirappilli Waterfalls
আথিরাপ্পিল্লি জলপ্রপাত। ছবি: লেখক।

ভ্রমণ অনলাইনডেস্ক: পর্যটনের লাগামছাড়া উন্নয়ন বহু ক্ষেত্রে ভারত-সহ বিশ্ব জুড়ে পরিবেশ এবং মানবসভ্যতার উপর বিরূপ প্রভাব ফেলেছে। তাই পরিবেশবান্ধব পর্যটন পরিকল্পনায় জোর দেওয়া হচ্ছে। তাতে শামিল ভারতও। এ জন্য ‘ট্র্যাভেল ফর লাইফ’ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানাল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক।

মন্ত্রকের আঞ্চলিক (কলকাতা) দফতর সম্প্রতি বিভিন্ন দূতাবাস, বিদেশি কার্যালয় এবং পর্যটন শিল্পের প্রতিনিধিদের উপস্থিতিতে এ রাজ্যে সেই কর্মসূচি ও প্রচারের সূচনা করেছে।

মন্ত্রকের পূর্বাঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল সাগ্নিক চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, বহু পর্যটনকেন্দ্র নির্দিষ্ট গণ্ডির মধ্যে কেন্দ্রীভূত হওয়ায় পরিবেশ ও স্থানীয়দের উপরে চাপ বাড়ছে। তাই ভারসাম্য বজায় রেখে পর্যটনের ধারাবাহিক উন্নয়নই কর্মসূচির মূল লক্ষ্য।

এর ফলে গ্রামীণ পর্যটনের বিকাশ গুরুত্ব পাবে। পাশাপাশি পর্যটক ও পর্যটনে যুক্তদের সার্বিক পরিবেশের প্রতি সঠিক আচরণ ও ব্যবহারের ওপরে জোর দেওয়া হবে। পর্যটকদের স্থানীয় পরিবেশে মিশে সেখানকার সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের ব্যবস্থাও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *