লাদাখের আকাশে অরোরা বোরিয়ালিস! স্তম্ভিত মানুষজন

ভ্রমণ অনলাইনডেস্ক: রাতের আকাশ হঠাৎই ভরে উঠল রঙিন আভায়। সাধারণত নরওয়ে, রাশিয়া, আইসল্যান্ড, কানাডা থেকে যেটা দেখা যায় ২২ ও ২৩ এপ্রিলের মধ্যরাতে তা ধরা দিল লাদাখে। আর তা দেখে স্তম্ভিত পর্যটক এবং স্থানীয় মানুষজন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল একটি ভূচৌম্বকীয় ঝড় আছড়ে পড়ে পৃথিবীতে। সূর্যের ভেতর তৈরি হওয়া এক বিশাল গহ্বর থেকে এই ঝড়ের উৎপত্তি। তাতেই তৈরি ওই রঙিন আলোর ঝলকানি। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করে রেখেছিল ভারতীয় মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। লাদাখে অরোরা বোরিয়ালিস দেখা যাবে, সেটা আগে থেকেই আন্দাজ করে রেখেছিলেন বিজ্ঞানীরা। সে কারণে এই বিশেষ দৃশ্যটি ক্যামেরাবন্দি করার জন্য ৩৬০ ডিগ্রি কোণে বিশেষ ক্যামেরাও বসিয়েছিলেন বিজ্ঞানীরা।

লাদাখে হানলের আকাশে যে আলোর ঝলকানি দেখা গিয়েছে, তা সাধারণত উঁচু অক্ষাংশের আর্কটিক এলাকায় দেখা যায়। নরওয়ে, রাশিয়ার উত্তরাংশ, আইসল্যান্ডের আকাশে যেমন এই অরোরা দেখা যায়। এই নিয়ে টুইটারে বিস্তারিত লেখে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। তাদের তরফে টুইট করে জানানো হয়, একটি জোরালো ভূচৌম্বকীয় ঝড় পৃথিবীতে আছড়ে পড়ার কারণেই দেখা গিয়েছিল বিশেষ অরোরা বা আলোর খেলা। এই দিন লাদাখের আকাশে যে অরোরার দেখা মিলেছিল, তা এত নিচু অক্ষাংশে দেখা দেয় না। তাই এটা ভীষণ ভাবেই বিরল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *