৩ জুলাই থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে এবারের অমরনাথ যাত্রা। জম্মু ও কাশ্মীরের উপররাজ্যপাল মনোজ সিনহার নেতৃত্বে অনুষ্ঠিত শ্রী অমরনাথ জি শ্রাইন বোর্ডের (SASB) ৪৮তম বোর্ড সভায় এ বছরের তীর্থযাত্রার প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। এবারের যাত্রা অনন্তনাগ জেলার পহেলগাম ও গান্দেরওয়ালের বলটাল রুট দিয়ে পরিচালিত হবে, যা রাখিবন্ধন উৎসবের সঙ্গে মিলে যাবে।
নতুন পরিকাঠামো ও আধুনিক প্রযুক্তির ব্যবহারপ্রত্যাশিত তীর্থযাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বোর্ড জম্মু, শ্রীনগর, বলটাল ও পহেলগাম ট্রানজিট পয়েন্টে থাকার ব্যবস্থা বৃদ্ধির সুপারিশ করেছে। নওগাঁও ও কাটরা রেলওয়ে স্টেশনে যাত্রী নিবন্ধনের জন্য ই-কেওয়াইসি ও আরএফআইডি কার্ড ইস্যু কেন্দ্র চালু করা হবে। বলটাল, নুনওয়ান ও পান্থা চক শ্রীনগরে নতুন পরিকাঠামো নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
নিরাপত্তা ও যাত্রীসুবিধার উপর জোরউপরাজ্যপাল সিনহা যাত্রীদের সুবিধার জন্য পান্থা চক, শ্রীনগরের যাত্রী নিবাসের ধারণক্ষমতা বৃদ্ধির প্রস্তাব দেন। সভায় দুর্যোগ মোকাবিলা, যাত্রী ও পরিষেবা প্রদানকারীদের বিমা কভারেজ, যাত্রা পথের সম্প্রসারণ, হেলিকপ্টার পরিষেবা, মেডিকেল সহায়তা ও ইলেকট্রনিক প্রিপেড সিস্টেম চালুর পরিকল্পনা করা হয়েছে। তীর্থযাত্রার সময় আবহাওয়া পূর্বাভাস ও নজরদারি ব্যবস্থার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সুশৃঙ্খল ব্যবস্থাপনার দিকে নজরশ্রাইন বোর্ড যাত্রীদের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে পবিত্র গুহা ও নিম্ন পবিত্র গুহার আশপাশের এলাকায়। পরিকল্পিত ব্যবস্থাপনা ও উন্নত সুবিধার মাধ্যমে এই বছর তীর্থযাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।