পরিব্রাজক সন্ন্যাসীর বেশে দক্ষিণ ভারত ভ্রমণ করার সময় স্বামী বিবেকানন্দ জীবনের লক্ষ্য সম্পর্কে ধারণা পেয়েছিলেন। বন্দর নগর বিশাখাপত্তনম বা ভাইজাগ। এখানকার সমুদ্র সৈকতে নাকি ধ্যান করেছিলেন স্বামীজি স্বয়ং!
নগরের শেষ প্রান্তে নিরিবিলি শান্ত সৈকত রামকৃষ্ণ মিশন বিচ নামেই জনপ্রিয়। একান্তে সময় কাটানোর জন্য দারুন জায়গা। আপনার গন্তব্য হতে পারে রামকৃষ্ণ মিশন বিচ। সব ধরনের পর্যটক এখানে আসেন।
সমুদ্র-প্রেমী হলে এই উপকূল ভূমি মার্চ এপ্রিল মাসে আপনাকে একেবারে স্বস্তির নিঃশ্বাস দেবে। এক আধ্যাত্মিকতাও যেন এখানে মিশে আছে। কাছেই আছে রামকৃষ্ণ মিশন। আর ফটো তুলতে ভালবাসলে এই বিচ একেবারে আদর্শ জায়গা।

ঘুরে দেখে নিতে পারেন রামকৃষ্ণ মিশন বিচের কাছে এনআরএস কুরসূলা সাবমেরিন মিউজিয়াম। টিকিট কেটে মিউজিয়ামে প্রবেশ করতে হবে। বিচের কাছে নানা ধরনের রেস্তোরা এখানকার এক অন্যতম বিশেষ আকর্ষণ।
কিভাবে যাবেন:
ভাইজাগ রেলওয়ে স্টেশন থেকে চার কিলোমিটার দূরে রামকৃষ্ণ মিশন বিচ।