duarsini to open for tourists before puja

কয়েকটা দিন নিরিবিলিতে কাটাতে চান? চলুন দুয়ারসিনি

ভ্রমণঅনলাইন ডেস্ক: বছর দশেক আগের কথা। মাওবাদীদের হামলায় গুঁড়িয়ে গেল পুরুলিয়ার বান্দোয়ানে পঞ্চায়েত সমিতির নির্মীয়মাণ একটি অতিথি আবাদস। এর সরাসরি প্রভাব পড়ল কাছেই একটি টিলার ওপরে অবস্থিত রাজ্য বনোন্নয়ন নিগমের রিসর্টে। সাতগুড়ুম নদীর তীরে অবস্থিত রিসর্টে বন্ধ হয়ে গেল পর্যটকদের আনাগোনা। পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল দুয়ারসিনির দরজা।

কিন্তু সে সব এখন অতীত। নতুন করে ফের দুয়ার খুলতে চলেছে দুয়ারসিনির। পুজোর আগেই সেখানে পর্যটকদের পা পড়বে বলে আশাবাদী বন দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন বেড়াতে চলুন ‘চলো বেড়াই’ এবং ‘সুহানা সফর’-এর সঙ্গে

রিসর্টটি পশ্চিমবঙ্গ বনোন্নয়ন নিগমের অধীন। দশ বছর আগে মাওবাদী হামলার পর থেকে ক্রমে নষ্ট হতে বসেছিল সেটি। কিন্তু ইদানীং এই অঞ্চলে আর মাওবাদীদের দাপট নেই। তাই সেই রিসর্টটি নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য গত বছর থেকে কাজে নামে বন দফতর। এখন নতুন রূপে সেজে উঠেছে এই রিসর্টের তিনতে কটেজ। পর্যটকদের জন্য রিসর্টটি এখনও খুলে দেওয়া না হলেও, পুজোর আগেই সেটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর। কিছু দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ বনোন্নয়ন নিগমের (www.wbfdc.in) ওয়েবসাইটে রিসর্টটির অনলাইন বুকিং-ও শুরু হয়ে যাবে।

পুজোর সময়ে অনেকেই শহুরে কোলাহল এড়িয়ে চলতে ভালোবাসেন। তাঁদের জন্য আদর্শ জায়গা হতে পারে এই দুয়ারসিনি।  

 

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *