কোরাপুট: ওড়িশার লুকনো রত্ন

ভ্রমণ অনলাইনডেস্ক: পশ্চিম ওড়িশার কোরাপুট যেন একটি রত্ন যেটা এখনও পর্যন্ত সাধারণ পর্যটকদের কাছে সে ভাবে পরিচিতি পায়নি। সমুদ্রতল থেকে প্রায় ৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই কোরাপুট, এক সুন্দর শৈলশহর। আসুন দেখে নিই কী ভাবে ঘুরবেন কোরাপুট আর তার আশেপাশের জায়গাগুলি।

১) দেওমালি

ওড়িশার উচ্চতম পর্বতশ্রেণি দেওমালি অবস্থিত এই কোরাপুটেই। প্রকৃতিপ্রেমীদের কাছে এই অঞ্চল যেন স্বর্গরাজ্য। দেওয়ালির ঘন জঙ্গল বর্ষার সময় আরও বেশি করে সবুজ এবং সতেজ হয়ে ওঠে। ট্রেকিংও অত্যন্ত জনপ্রিয় এই পাহাড়শ্রেণিতে।

২) সবর শ্রীক্ষেত্র

এই অঞ্চলের সব থেকে বড়ো জগন্নাথ মন্দির। একটি পাহাড়চূড়ায় অবস্থিত এই মন্দিরটির বিশেষত্ব হল এখানে সব জাত, ধর্ম, বর্ণের মানুষ পুজো দিতে পারেন। স্থানীয় আদিবাসীদের কাছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম।

৩) ডুডুমা জলপ্রপাত

ভারতের অন্যতম উঁচু জলপ্রপাত ডুডুমা এই কোরাপুটেই অবস্থিত। মাছকুঁদ নদীতে এই জলপ্রপাতের উৎপত্তি বলে একে মাছকুঁদ প্রপাতও বলা হয়। পর্যটনের পাশাপাশি এই প্রপাতের ধর্মীয় গুরুত্বও অপরিসীম।

৪) কল্যমলি পাহাড়

কোরাপুটের তুরলি গ্রামের কাছে অবস্থিত কল্যমলি পাহাড় জনপ্রিয় পর্যটনকেন্দ্র। যাঁরা ট্রেকিং পছন্দ করেন, তাঁদের কাছেও এই জায়গাটি জনপ্রিয়।

৫) পুটসিল টেবল টপ মাউন্টেন

পাহাড়ের ওপরে ক্যাম্পিং করতে চাইলে আদর্শ জায়গা এই পুটসিল টেবল টপ মাউন্টেন। ট্রেকিং করে পাহাড়ের মাথায় উঠে একটা রাত এখানে ক্যাম্পিং করে কাটিয়ে দিতে পারেন।

কী ভাবে যাবেন?

কলকাতা থেকে কোরাপুট যাওয়ার একমাত্র ট্রেন হল ১৮০০৫ আপ সম্বলেশ্বরী এক্সপ্রেস। ট্রেনটি প্রতি দিন রাত ১০:২০-তে হাওড়া থেকে ছেড়ে কোরাপুট পৌঁছে যায় পরের দিন সন্ধ্যা ৬:৫৫-এ।

কোথায় থাকবেন?

কোরাপুট শহরে বেশ কিছু বেসরকারি হোটেল রয়েছে। তবে একমাত্র সরকারি যে থাকার জায়গাটি রয়েছে সেটি ওড়িশা ইকো ট্যুরিজ্‌ম দফতরের অন্তর্গত ‘কোরাপুট নেচার ক্যাম্প।’ অনলাইনে বুক করার জন্য লগইন করতে পারেন www.ecotourodisha.com ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *