বেড়িয়ে আসুন দীঘার বিজ্ঞান কেন্দ্র

আজ জাতীয় বিজ্ঞান দিবস। ২৮ ফেব্রুয়ারি ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন এর স্মরণে দিনটি পালন করা হয়।

দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জীবনযাত্রার মান উন্নত করে। জীবনের প্রায় প্রতিটি প্রয়োজন মেটায়। বিজ্ঞান সংস্কৃতি সবসময় মানুষকে প্রশ্ন করতে শেখায়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এর বিশেষ প্রয়োজন। আপনি কি ভ্রমণ ভালোবাসেন? তাহলে জেনে নিন এক বিশেষ বিজ্ঞান কেন্দ্র।

দীঘা বিজ্ঞান কেন্দ্র। বহু পর্যটকদের কাছে এই বিজ্ঞান কেন্দ্র এক বিশেষ আকর্ষণ। দীঘা সমুদ্র সৈকত বেড়াতে আসলে বহু পর্যটক এই বিজ্ঞান কেন্দ্রটি একবার দর্শন করে যান।

ওয়ারেন হেস্টিংস সাহেবের মনোরম Brighton of Calcutta জায়গাটি হল আজকের দীঘা। সৈকত লাগোয়া দীঘা বিজ্ঞান কেন্দ্র।

সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের চেতনা বৃদ্ধির লক্ষ্য এই কেন্দ্রের ভূমিকা। ফ্লোটিং বল, রিফ্লেকশন গ্যালারি, ক্ল্যাপ ট্রি, মজাদার খেলা, আশ্চর্য সুড়ঙ্গ, মহাকাশ, জ্যোতির্বিদ্যা আরো অনেক কিছু এখানকার বিশেষ আকর্ষণ। বিজ্ঞান কেন্দ্রটিতে স্পেস শো দেখানো হয়। সকাল ৯.৩০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।

কিভাবে যাবেন:
কলকাতা থেকে বাসে অথবা হাওড়া থেকে ট্রেনে দীঘা আসুন। সেখান থেকে টোটো নিয়ে ঘুরে আসুন দীঘা বিজ্ঞান কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top