হাওড়ার দুই ট্রেনে জুড়ল ভিস্টাডোম কোচ

ভ্রমণ অনলাইনডেস্ক: এ বার দক্ষিণবঙ্গেও দেখা মিলল ভিস্টাডোম কোচের। হাওড়ার সঙ্গে রাজ্যের দু’টি জায়গার সংযোগকারী দু’টি ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভিস্টাডোম কোচ। তবে গোটা ব্যাপারটাই এখন পরীক্ষামূলক ভাবে চলছে।

হাওড়া- নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে এ বার থেকে জোড়া হয়েছে এই ভিস্টাডোম কোচ। একই পরিষেবা পাওয়া যাচ্ছে হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসেও। প্রকৃতির শোভা দেখতে দেখতেই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।

রেলের তরফে জানা গিয়েছে, হাওড়ার দু’টি ট্রেনের অন্যান্য কোচের সঙ্গেই জোড়া থাকবে একটি করে ভিস্টাডোম কোচ। মূলত চেয়ারে বসে যাওয়ার ব্যবস্থা থাকবে এই কামরায়। চেয়ারগুলি দু’ দিকে ঘুরবে। দু’ দিকের দেওয়ালের অধিকাংশটাই কাচে মোড়া। মূলত পর্যটন স্থলে পর্যটকদের ভ্রমণের জন্য ট্রেনে এই ধরনের কোচ থাকে। কাচের দেওয়াল থেকেই প্রকৃতিকে অনুভব করতে পারবেন যাত্রীরা। বন্দে ভারতেও রয়েছে এমন কামরা।

দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ভারতীয় রেল ভিস্টাডোম কোচের ট্রেন চালু করেছে। এই কোচের বৈশিষ্ট্য হল আশেপাশের সব কিছুর ৩৬০ ডিগ্রি দর্শন পাওয়া যায়। ট্রেনযাত্রীদের ট্রেনভ্রমণকে স্মরণীয় করে রাখতে এই ব্যবস্থা। এতে যেমন এক দিকে পর্যটনে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, তেমনই অন্য দিকে যাত্রীদের ভ্রমণ আরামদায়ক হচ্ছে।

এই তালিকায় এ বার নতুন সংযোজন হাওড়া-এনজেপি, হাওড়া-রাধিকাপুর। গত ৩ জুলাই থেকে পরীক্ষামূলক ভাবে এই কোচগুলির ব্যবহার হওয়া শুরু হয়েছে ট্রেন দু’টিতে। আপাতত ৩১ আগস্ট পর্যন্ত এই বন্দোবস্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *