যাঁরা শেষ মুহূর্তে বা জরুরি প্রয়োজনে ভ্রমণ করেন, তাঁদের জন্য ভারতীয় রেলের তৎকাল টিকিট বুকিং ব্যবস্থা অত্যন্ত কার্যকর। সম্প্রতি এই বুকিং-এর সময়সূচিতে পরিবর্তন এনেছে রেল কর্তৃপক্ষ। এখন থেকে এসি এবং নন-এসি ক্লাসের জন্য আলাদা সময়ে তৎকাল টিকিট বুকিং শুরু হবে।
নতুন সময়সূচি
- এসি ক্লাস: সকাল ১০টা থেকে বুকিং শুরু।
- নন-এসি ক্লাস: সকাল ১১টা থেকে বুকিং শুরু।
এই পরিবর্তন যাত্রীদের জন্য আরও সুবিধাজনক হতে পারে, বিশেষ করে যাঁদের তড়িঘড়ি টিকিটের প্রয়োজন হয়।
তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মাবলি
- বুকিংয়ের সময়সীমা: যাত্রার এক দিন আগে তৎকাল টিকিট বুক করা যায়।
- যাত্রী সংখ্যা: একটি PNR-এ সর্বাধিক চারজন যাত্রী টিকিট বুক করতে পারবেন।
- পরিচয়পত্র: আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্টের মতো বৈধ পরিচয়পত্র আবশ্যক।
- রিফান্ড নীতি: কনফার্মড টিকিট বাতিলে রিফান্ড পাওয়া যাবে না। তবে ট্রেন বাতিল হলে রিফান্ডের সুযোগ থাকবে।
কীভাবে বুক করবেন তৎকাল টিকিট?
- IRCTC ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
- ‘Plan My Journey’ বিভাগে যাত্রার স্টেশন, গন্তব্য এবং তারিখ নির্বাচন করুন।
- তৎকাল অপশন বেছে নিয়ে ট্রেন ও ক্লাস নির্বাচন করুন।
- যাত্রীদের তথ্য এবং পরিচয়পত্রের বিবরণ যোগ করুন।
- পেমেন্ট করুন ক্রেডিট/ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে।
দ্রুত টিকিট বুকিংয়ের টিপস
- বুকিং শুরুর কয়েক মিনিট আগে আইআরসিটিসি অ্যাকাউন্টে লগইন করুন।
- দ্রুত পেমেন্টের জন্য ইউপিআই বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করুন।
- যাত্রীদের তথ্য আগে থেকেই সেভ করে রাখুন।
- উচ্চগতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করুন।
এই পরিবর্তন জরুরি ভিত্তিতে যাত্রীদের আরও সহজে এবং দ্রুত টিকিট বুক করার সুযোগ প্রদান করবে।
ইলাহাবাদে মহাকুম্ভ ২০২৫: পরিবেশবান্ধব প্রযুক্তির পথে উত্তরপ্রদেশ প্রশাসন