তৎকাল টিকিট বুকিং-এর সময়সূচি পরিবর্তন, যাত্রীদের জন্য আরও সুবিধা

যাঁরা শেষ মুহূর্তে বা জরুরি প্রয়োজনে ভ্রমণ করেন, তাঁদের জন্য ভারতীয় রেলের তৎকাল টিকিট বুকিং ব্যবস্থা অত্যন্ত কার্যকর। সম্প্রতি এই বুকিং-এর সময়সূচিতে পরিবর্তন এনেছে রেল কর্তৃপক্ষ। এখন থেকে এসি এবং নন-এসি ক্লাসের জন্য আলাদা সময়ে তৎকাল টিকিট বুকিং শুরু হবে।

নতুন সময়সূচি

  • এসি ক্লাস: সকাল ১০টা থেকে বুকিং শুরু।
  • নন-এসি ক্লাস: সকাল ১১টা থেকে বুকিং শুরু।

এই পরিবর্তন যাত্রীদের জন্য আরও সুবিধাজনক হতে পারে, বিশেষ করে যাঁদের তড়িঘড়ি টিকিটের প্রয়োজন হয়।

তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মাবলি

  1. বুকিংয়ের সময়সীমা: যাত্রার এক দিন আগে তৎকাল টিকিট বুক করা যায়।
  2. যাত্রী সংখ্যা: একটি PNR-এ সর্বাধিক চারজন যাত্রী টিকিট বুক করতে পারবেন।
  3. পরিচয়পত্র: আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্টের মতো বৈধ পরিচয়পত্র আবশ্যক।
  4. রিফান্ড নীতি: কনফার্মড টিকিট বাতিলে রিফান্ড পাওয়া যাবে না। তবে ট্রেন বাতিল হলে রিফান্ডের সুযোগ থাকবে।

কীভাবে বুক করবেন তৎকাল টিকিট?

  1. IRCTC ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
  2. ‘Plan My Journey’ বিভাগে যাত্রার স্টেশন, গন্তব্য এবং তারিখ নির্বাচন করুন।
  3. তৎকাল অপশন বেছে নিয়ে ট্রেন ও ক্লাস নির্বাচন করুন।
  4. যাত্রীদের তথ্য এবং পরিচয়পত্রের বিবরণ যোগ করুন।
  5. পেমেন্ট করুন ক্রেডিট/ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে।

দ্রুত টিকিট বুকিংয়ের টিপস

  • বুকিং শুরুর কয়েক মিনিট আগে আইআরসিটিসি অ্যাকাউন্টে লগইন করুন।
  • দ্রুত পেমেন্টের জন্য ইউপিআই বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করুন।
  • যাত্রীদের তথ্য আগে থেকেই সেভ করে রাখুন।
  • উচ্চগতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করুন।

এই পরিবর্তন জরুরি ভিত্তিতে যাত্রীদের আরও সহজে এবং দ্রুত টিকিট বুক করার সুযোগ প্রদান করবে।

ইলাহাবাদে মহাকুম্ভ ২০২৫: পরিবেশবান্ধব প্রযুক্তির পথে উত্তরপ্রদেশ প্রশাসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *