গাইড এখন বাধ্যতামূলক, নেপালের পাহাড়ে বন্ধ সোলো-ট্রেকিং

ভ্রমণ অনলাইনডেস্ক: এ বার নেপালে একা একা ট্রেক করা সম্পূর্ণ নিষিদ্ধ। ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। ফলে গাইড ছাড়া আপনি একা একা পাহাড়ে চড়তে পারবেন না নেপালে।

সোলো ট্রাভেলে কোনো নিষেধাজ্ঞা নেই নেপালে। কিন্তু একা পাহাড়ে চড়তে গেলে আপনাকে সঙ্গে নিতে হবে একজন গাইডকে। তবে এই সোলো ট্রেকিংয়ে নিষেধাজ্ঞা শুধু বিদেশি পর্যটকদের জন্য। স্থানীয় মানুষদের জন্য এমন কোনো নিয়ম নেই নেপাল সরকারের।

নেপালের পাহাড়ি পথ বেশ দুর্গম। হিমালয়ের কোলে একাধিক দুর্ধর্ষ ট্রেকিং রুট আছে এই নেপালে। নেপালের হিমালয়ের বাঁকে বাঁকে হয়েছে রোমাঞ্চ। কিন্তু এই অ্যাডভেঞ্চারের মাঝে বিপদের মুখে কোনো পর্যটক পড়ুক, তা চায় না সে দেশের সরকার। তাই দুর্ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।

হিমালয়ের আচরণ বোঝা কঠিন এ দেশে ঘুরতে আসা পর্যটকদের ক্ষেত্রে। প্রতি বছর নেপাল ভয়াবহ ভূমিকম্প, তুষারপাত ও তুষারঝড়ের সম্মুখীন হয়। তা ছাড়া উচ্চতায় দেখা দেয় অক্সিজেনের সমস্যা। এমন পরিস্থিতিতে বিপদের মুখে পড়লে কিংবা দুর্ঘটনা শিকার হলে উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।

নেপালের ট্রেকিং এজেন্সিস অ্যাসোসিয়েশনের সভাপতি নীলহারি বাস্তোলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রতি বছর নেপালে প্রায় ১০-১৫ জন ট্রেকার বা হাইকার ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। পর্যটকদের সুরক্ষার কথায় মাথায় রেখেই এই সোলো ট্রেকিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেপালের ট্যুরিজম বোর্ড।

নেপালের ট্যুরিজম বোর্ডের কর্তা মণি আর লামিছন সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “সোলো ট্রেকিংয়ে গিয়ে যদি বিপদের মুখে পড়েন তখন কেউ সাহায্য করার থাকে না। তাই গাইড বাধ্যতামূলক করা হয়েছে। তবে নেপালের সমতলে, শহরের মধ্যে আপনি একা একা ঘুরতে পারেন, এতে কোনো সমস্যা নেই।”

নেপালের ট্যুরিজম বোর্ডের মতে, সরকারের এই সিদ্ধান্তে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। নেপালে ট্রেকিংয়ের জন্য এমন গাইড নিয়ে হবে যাঁর লাইসেন্স রয়েছে। গাইডরা দুর্গম পরিবেশ এবং পাহাড়ি পথের সঙ্গে পরিচিত। সুতরাং, এই গাইডদের জন্যও কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে নেপাল সরকারের এই সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *