ভ্রমণ অনলাইন ডেস্ক: রাজ্যের ২৫টি পর্যটনকেন্দ্রকে ‘সবুজ পর্যটন গন্তব্য’ (Green Tourism Destinations) হিসাবে ঘোষণা করতে চলেছে কেরল সরকার। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন এই ঘোষণা করা হবে। কেরলে যে ‘মালিন্য মুক্তম নব কেরলম’ অভিযান চলছে, তারই অঙ্গ এটি। এই অভিযানের মূল উদ্দেশ্য হল ২০২৫-এর ৩০ মার্চের মধ্যে কেরলকে আবর্জনা-মুক্ত রাজ্য করা হবে।
‘সবুজ পর্যটন গন্তব্য’ কর্মসূচির মূল লক্ষ্য হল জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিকে পরিবেশগত দিক থেকে মডেল হিসাবে তুলে ধরা। স্থায়ী বর্জ্য পরিচালনব্যবস্থা, স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছনতা এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত যেসব বিধি আছে, ওই পর্যটনকেন্দ্রগুলিতে সেই সব বিধি কড়াকড়িভাবে মেনে চলা হবে।
‘সবুজ পর্যটন গন্তব্য’
যেসব পর্যটনকেন্দ্রকে ‘সবুজ পর্যটন গন্তব্য’ হিসাবে তৈরি করার জন্য বাছাই কড়া হয়েছে তার মধ্যে রয়েছে, কাইট বিচ পার্ক (কাসারগোড়), লোকানারকাবু মন্দির (কড়িকোড়), ইরিট্টি ইকো পার্ক এবং মিনকুন্নু চাল বিচ (কান্নুর), নীলাম্বুর টিক মিউজিয়াম (মালাপ্পুরম), আড়িচানাল্লুর চিরা পার্ক এবং মীনমুট্টি (কোল্লম), মঙ্গলম ড্যাম পার্ক এবং কাঞ্জিরাপুড়া ড্যাম (পালাক্কাড়), পিচি ড্যাম, হিল ভিউ পার্ক এবং মালাঙ্কারা ড্যাম (ইদুক্কি), কোন্নি ইকো-ট্যুরিজম – এলিফ্যান্ট শেল্টার (পতনমতিট্টা) ইত্যাদি।
এ ছাড়াও তেনমালা ইকো অ্যাডভেঞ্চার পার্ক, আলাপুড়া সৈকত, পোনমুড়ি, পন্নুমতুরুতু এবং তিরুঅনন্তপুরমের সাস্থমপারাকেও ‘সবুজ পর্যটন গন্তব্য’ হিসাবে তুলে ধরা হবে।
আরও পড়ুন
কালিম্পঙের মর্গ্যান হাউস কি ভূতুড়ে বাড়ি? একবার গিয়ে থেকে আসুন না!