এইচপিটিডিসি-র ১৮টি হোটেল অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ হিমাচল হাইকোর্ট

হোটেল গিরিগঙ্গা, খাড়াপত্থর। ছবি: শ্রয়ণ সেন।

ভ্রমণ অনলাইন ডেস্ক: হিমাচল পর্যটন উন্নয়ন নিগমের (এইচপিটিডিসি) বেশ কিছু হোটেল ক্ষতিতে চলছে। এমন ১৮টি হোটেল অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল হিমাচল প্রদেশ হাইকোর্ট।

এইচপিটিডিসি-র অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক সাহায্য ঠিকঠাক না পাওয়া সংক্রান্ত একটি আবেদনের শুনানির সময় ১৮টি হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অজয় মোহন গোয়েল। ২৫ নভেম্বরের মধ্যে ওই হোটেলগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ ঠিকঠাক পালন করার জন্য এইচপিটিডিসি-র ম্যানেজিং ডিরেক্টরকে নির্দেশ দিয়েছে আদালত।

এইচপিটিডিসি গোটা রাজ্যে ৫৬টি হোটেল চালায়। এর মধ্যে বেশ কিছু হোটেল দীর্ঘদিন ধরে ক্ষতিতে চলছে। অতীতেও কর্মচারীদের বেতন ও পেনসন দিতে পর্যটন উন্নয়ন নিগমকে বেশ বেগ পেতে হয়েছে। পেনসনভোগীদের কর্মীদের আর্থিক সাহায্য সংক্রান্ত এরকমই একটি মামলার শুনানি চলছে আদালতে।

আদালত তার নির্দেশে বলেছে, “আদালত এই বিষয়টি হাতে নিয়ে ২০২৪-এর ১৭ সেপ্টেম্বর একটি বিস্তারিত নির্দেশ জারি করেছিল। আশা করা হয়েছিল, এ ব্যাপারে সঠিক কিছু ব্যবস্থা নেওয়া হবে যাতে পর্যটন উন্নয়ন নিগমের সম্পদ ঠিকঠাক কাজে লাগানো হয়। কিন্তু ১৭ সেপ্টেম্বর থেকে আজ এই নির্দেশ দেওয়া পর্যন্ত এ ব্যাপারে একটুও পদক্ষেপ করেনি পর্যটন উন্নয়ন নিগম।”

“তাই এই শ্বেত হস্তীগুলিকে দেখভাল করার জন্য পর্যটন উন্নয়ন নিগম যাতে জনগণের সম্পদের অপচয় না করে, তা সুনিশ্চিত করতে নিম্নলিখিত হোটেলগুলি এখনই অর্থাৎ ২০২৪-এর ২৫ নভেম্বরের মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কারণ এই হোটেলগুলি স্পষ্টতই লাভজনক নয়”, আদালত তার নির্দেশে বলেছে।

পর্যটন উন্নয়ন নিগমের যে ১৮টি হোটেল বন্ধ করে দেওয়া হল, সেগুলি হল –দ্য প্যালেস হোটেল, চ্যায়েল; হোটেল গীতাঞ্জলি, ডালহৌসি; হোটেল বঘল, দড়লাঘাট; হোটেল ধৌলাধার, ধরমশালা; হোটেল কুনাল, ধরমশালা; হোটেল কাশ্মীর হাউস, ধরমশালা; হোটেল অ্যাপল ব্লসম, ফাগু; হোটেল চন্দ্রভাগা, কেলং; হোটেল দেওদার, খাজিয়ার; হোটেল গিরিগঙ্গা, খাড়াপত্থর; হোটেল মেঘদূত, কিয়ারিঘাট; হোটেল শর্বরী, কুল্লু; হোটেল লগ হাট্‌স, মানালি; হোটেল কুনজুম, মানালি; হোটেল হাড়িম্বা কটেজ, মানালি; হোটেল ভাগসু, ম্যাকলিয়ডগঞ্জ; হোটেল দ্য ক্যাসল, নগ্গর; এবং হোটেল শিবালিক, পরওয়ানু।                         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *