শান্তিনিকেতনের বল্লভপুর অভয়ারণ্যে এসে গেছে পরিযায়ী পাখিরা

শীতের মরশুমে পরিযায়ী পাখি দেখতে চাইলে ঘুরে আসুন বল্লভপুরের জলাশয় গুলো থেকে। পাখি দেখাও হবে। চাইলে ছবি তুলতে পারবেন।

বোলপুর শান্তিনিকেতনের প্রান্তে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য বা ডিয়ার পার্ক লাগোয়া জলাভূমিতে এখন হয়ে উঠেছে পরিযায়ী পাখির আবাসস্থল। এর বিপরীত দিকে পাশের লালবাঁধে ঠিক একইরকম ছবি।

শীতের মরশুমে বিভিন্ন প্রান্ত থেকে এখানে পরিযায়ী পাখিরা ভিড় জমায়। শীতপ্রধান দেশ থেকে আসে লালমোন, শামুকখোল, বক, বালিহাঁস, রাঙ্গামুড়ি, বামুনিয়া হাঁস, ভূতিসহ নানা প্রজাতির পাখি।

ভ্রমণের সেরা সময়:
নভেম্বর থেকে ফেব্রুয়ারি

দেখার জন্য দিনের সময় কি:
পাখি দেখতে হলে ভোরবেলা আদর্শ সময়। এই সময় পাখির কলকাকলিতে চারপাশ মুখর হয়ে থাকে। সকাল দশটা অব্দি দেখার জন্য ঠিক সময়। আবার শেষ বিকেলে সূর্যাস্তের সময় সবচেয়ে বেশি পাখি দেখতে পারবেন।

বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য শান্তিনিকেতনের একদম কাছে হওয়ায় সেখানে প্রতিদিনই সকাল বিকেল দর্শনার্থীরা আসছেন পরিযায়ী পাখি দেখতে। সাধারণত এই সময়টা অভয়ারণ্যে পর্যটকদের ভিড় থাকে।

কিভাবে যাবেন :
হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর সংখ্যক ট্রেন যায় বোলপুর শান্তিনিকেতন। স্টেশন থেকে টোটো নিয়ে ঘুরে আসুন বল্লভপুর অভয়ারণ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top