ভরতপুরে প্রাচীন সভ্যতার নিদর্শন, পশ্চিমবঙ্গের নতুন পর্যটন কেন্দ্র?
ভ্রমণ অনলাইনডেস্ক: বছর পঞ্চাশ আগে উদ্ধার হয়েছিল বৌদ্ধমূর্তি। এ বার সেখানেই মাটির তলা থেকে বেরিয়ে এসেছে ইটের গাঁথনি, কালো ও লাল রঙা মাটির পাত্র, স্থাপত্যের একাধিক নিদর্শন। ইতিহাসের হাতছানি গোটা ভরতপুর গ্রাম জুড়ে। পশ্চিমবঙ্গের ইতিহাসসমৃদ্ধ পর্যটন তালিকায় যুক্ত হতে পারে আরও একটি নাম। অন্তত তেমনটাই মনে করছেন পশ্চিম বর্ধমান জেলার বুদবুদের কাছে অবস্থিত ভরতপুরের গ্রামবাসীরা। […]