সপ্তমী ও অষ্টমী-নবমীতে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলবে সারারাত, অন্য রুটে কতক্ষণ দেখে নিন   

কলকাতা: দুর্গাপুজোর দুটো দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে সারারাত মেট্রো চলবে। আর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে মেট্রো চলবে গভীর রাত পর্যন্ত।

১০ অক্টোবর বৃহস্পতিবার (সপ্তমী) এবং ১১ অক্টোবর শুক্রবার (মহাষ্টমী-মহানবমী) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে দুদিক থেকেই শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টেয় এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে দুদিক থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত্রি পৌনে ২টোয়। মেট্রো রেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানিয়েছে।    

মহানগরীর ৫টি মেট্রো রুটে ৭ অক্টোবর সোমবার (চতুর্থী) থেকে বিস্তারিত সময়সূচি —     

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (ব্লু লাইন)

এই রুটে আগামী সোমবার ৭ অক্টোবর (চতুর্থী) এবং ৮ অক্টোবর (পঞ্চমী) দুদিনই কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে মেট্রো যাত্রা শুরু করবে অন্যান্য দিনের মতো সকাল ৬টা ৫০ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১০টা ৪০ মিনিটে।

৯ অক্টোবর বুধবার ষষ্ঠীর দিন মেট্রো চলা শুরু হবে যথারীতি সকাল ৬টা ৫০ মিনিটেই। আর দুদিক থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১২টায়। ।

১০ অক্টোবর বৃহস্পতিবার (সপ্তমী) এবং ১১ অক্টোবর শুক্রবার (মহাষ্টমী-মহানবমী) দুদিনই কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টেয়।  

১২ অক্টোবর শনিবার দশমীর দিন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১২টায়। ১৩ অক্টোবর রবিবার একাদশীর দিন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৪০ মিনিটে।

সেক্টর ৫ থেকে শিয়ালদা (গ্রিন ১)

এই রুটে সোমবার ৭ অক্টোবর (চতুর্থী) থেকে ৯ অক্টোবর বুধবার পর্যন্ত দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৪০ মিনিটে।

পরের দুদিন অর্থাৎ ১০ অক্টোবর বৃহস্পতিবার (সপ্তমী) এবং ১১ অক্টোবর শুক্রবার (মহাষ্টমী-মহানবমী) দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি সাড়ে ১১টায়। ওই দুদিন ২০ মিনিট অন্তর মেট্রো চলবে।

১২ অক্টোবর শনিবার দশমীর দিন সেক্টর ৫ এবং শিয়ালদা স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোয় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৪৫ মিনিটে। ওইদিনও ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। ১৩ অক্টোবর রবিবার একাদশীর দিন ওই রুটে মেট্রো বন্ধ থাকবে।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান (গ্রিন ২)

এই রুটে সোমবার ৭ অক্টোবর (চতুর্থী) থেকে ৯ অক্টোবর বুধবার পর্যন্ত দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৫৪ মিনিটে।

পরের দুদিন অর্থাৎ ১০ অক্টোবর বৃহস্পতিবার (সপ্তমী) এবং ১১ অক্টোবর শুক্রবার (মহাষ্টমী-মহানবমী) দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে দুপুর দেড়টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১টা ৪৫ মিনিটে।

১২ অক্টোবর শনিবার দশমীর দিন দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোয় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১১টা ৪৫ মিনিটে। ১৩ অক্টোবর রবিবার একাদশীর দিন দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো ১৫ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৫০ মিনিটে।

জোকা-তারাতলা (পার্পল), কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি, অরেঞ্জ)

জোকা-তারাতলা রুটে ৭ অক্টোবর সোমবার থেকে ৯ অক্টোবর বুধবার পর্যন্ত ৫০ মিনিট অন্তর মেট্রো চলবে। দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৮টায় এবং শেষ মেট্রো ছাড়বে বিকেল ৩টে ৩৫ মিনিটে।

ওই তিনদিন কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটে ৭ অক্টোবর সোমবার থেকে ৯ অক্টোবর বুধবার পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। দুপ্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৮টায়।

মেট্রো রেলের এই দুটি রুটেই ১০ অক্টোবর বৃহস্পতিবার থেকে ১৩ অক্টোবর রবিবার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *