ভ্রমণ অনলাইনডেস্ক: পর্যটনের জগতে এখন অন্যতম জনপ্রিয় বিষয়টা হল হোমস্টে। হোটেলে থাকতে অনেকেই এখন আর পছন্দ করছেন না। বেড়াতে গিয়েও বেশ ঘরোয়া পরিবেশে থাকতে চাইছেন সকলে। তাই পাহাড়ে এখন সুপারহিট হোমস্টে।
কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আমাদের দেশের একটি রাজ্যে ফ্লোটিং হোমস্টে নামক বেশ কিছু হোমস্টে রয়েছে। জলের উপর হোমস্টে। তবে কাশ্মীর বা কেরলের হাউসবোট কনসেপ্ট কিন্তু এটা নয়।
ফ্লোটিং হোমস্টেতে থাকার জন্য আপনাকে যেতে হবে মণিপুর। মণিপুরের লোকতাক হ্রদের উপরে রয়েছে এই ভাসমান হোমস্টে। হাউস বোট কিন্তু একেবারেই নয়। এই হ্রদে এক রকমের ঘাস তৈরি হয়। ঘাসগুলি জলের উপরেই ভাসতে থাকে। এর ফলে হ্রদের ওপরে চরের মতো জায়গা তৈরি হয়ে যায়। যাকে স্থানীয় ভাষায় বলা হয় ফুমুডি। সেই গাসের উপরেই তৈরি হয়েছে এই হোমস্টেগুলি। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাই এই হোমস্টে তৈরি করেছেন।
লোকতাক হ্রদে ভাসমান ঘাসের উপরে গুটি কয়েক কটেজ তৈরি করা হয়েছে। সেখানেই হয় অতিথি আপ্যায়ণ। নৌকা করে সেই ভাস্যমান হোমস্টেগুলিতে পৌঁছোতে হয়। না দেখলে বোঝার উপায় নেই সেই ঘাসগুলি কতটা উঁচু। মণিপুরী ট্র্যাডিশনাল ধাঁচে গড়া নৌকা নিয়ে যাবে হ্রদের মাঝে সেই ভাসমান ঘাসের উপরে তৈরি হোম স্টেতে। অতিথি আপ্যায়ণের কোনো খামতি নেই এখানে।