পর্ব ১
আজকের দুনিয়ায় নারীরা সোলো ট্রাভেল ও অ্যাডভেঞ্চার ভালোবাসেন। কম খরচে সোলো ট্রাভেলে ঘুরে আসুন কয়েকটি দর্শনীয় স্থান। নারী দিবস উপলক্ষে আপনার বেড়ানোর পরিকল্পনায় ভ্রমণ অনলাইনে রইল পাঁচটি জায়গার হদিশ। দেখে নিন এক ঝলকে।
মাওলিনং
এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মেঘালয়ের মাওলিনং। এখানকার অপূর্ব মুগ্ধকর প্রকৃতি যেকোনো পর্যটকের কাছে আদর্শ জায়গা। সোলো ট্রিপে কয়েক দিন নিরিবিলিতে কাটাতে চাইলে চলে আসুন। মহিলাদের একক ভ্রমণের জন্য খুবই সুন্দর জায়গা। এই গ্রাম নিয়ে প্রবাদ আছে। বলা হয় যে, মাওলিনং ঈশ্বরের নিজের বাগান। গ্রামবাসীরা খুবই আতিথেয়তা করেন। এখানে রাত্রিবাসের সুযোগ আছে। শিলং থেকে গাড়িতে এই গ্রামে সহজেই পৌঁছানো যায়।
মহীশূর
ভারতের কর্ণাটক রাজ্যে মহীশূর। হায়দার আলী ও টিপু সুলতানের সঙ্গে জড়িয়ে আছে এই রাজ্যের নাম। মহীশূর প্যালেস, চিড়িয়াখানা, চামুন্ডি পাহাড় ও মন্দির এখানকার বিখ্যাত দর্শনীয় স্থান। ইউনেস্কোর সেরা তালিকায় মহীশূর প্যালেস স্থান পেয়েছে। মহীশূরের শাড়ি বিখ্যাত। ছুটিতে একক ভ্রমণের জন্য সবচেয়ে সুন্দর জায়গা। হাওড়া-মহীশূর এক্সপ্রেসে পৌছে যান গন্তব্যে।

লেপচাজগত
পাইন বন, মেঘ আর পাহাড়ের ঢালে হারিয়ে যেতে চান? চলে আসুন লেপচাজগত। মাঝেমধ্যে মেঘেদের দল পাহাড়কে ঢেকে দিয়ে যায়। দার্জিলিং এর অফবিট প্লেস। উইকেন্ডে একক ভাবে বেড়িয়ে পড়তে পারেন। আর সঙ্গে যদি ক্যামেরা থাকে তাহলে বিভিন্ন প্রজাতির পাখি, ফুল ও অর্কিডের ছবি তোলার দারুন অভিজ্ঞতা হবে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি বুকিং করে চলে আসুন লেপচাজগত।
(চলবে)
🔘 MakeMyTrip-এ এখনই হোটেল বুক করুন – ছাড় চলছে!
👉 বুক করতে এখানে ক্লিক করুন