চিন সীমান্তের ১৭টি গ্রামকে কেন্দ্র করে পর্যটনের প্রসারের ভাবনা কেন্দ্রের

ভ্রমণ অনলাইনডেস্ক: চিন সীমান্তে অবস্থিত ১৭টি গ্রামে পর্যটনের প্রসার নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র। ‘ভাইব্র্যান্ট ভিলেজ’ প্রকল্পের মধ্যে দিয়ে এই গ্রামগুলিতে উন্নয়নের কাজ করা হবে।

সীমান্ত লাগোয়া মোট ৬৬৮টি গ্রামকে এই প্রকল্পের জন্য বাছাই করা হয়েছে। কিন্তু আপাতত ১৭টি গ্রামে প্রথম দফার এই কাজ করা হবে। হিমাচল, লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচলে এই গ্রামগুলি রয়েছে। এখানে হোমস্টে পরিষেবায় জোর দেওয়া হবে। পাশাপাশি অ্যাডভেঞ্চার পর্যটনের ব্যাপারে প্রচার করা হবে।

লাদাখের চুসুল এবং কোরজোক, হিমাচলের গিপু, লালং এবং চারাং খাস, উত্তরাখণ্ডের নীতি, মানা, মলরি এবং গুঞ্জি, সিকিমের লাচুং, লাচেন এবং নাথাং ও অরুণাচলের জেমিথাং, তুতিং, তাকসিং, চায়াংতাজো এবং কিবিথু গ্রামগুলিকে প্রথম দফায় বেছে নেওয়া হয়েছে। তবে সিকিমের গ্রামগুলি ইতিমধ্যেই পর্যটকদের কাছে জনপ্রিয় এবং বছরভর প্রচুর পর্যটক সেখানে যানও।

পরিশ্রুত পানীয় জল, সারা বছর যাওয়া যেতে পারে এমন রাস্তা, ভালো মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ, ইন্টারনেট পরিষেবার উন্নয়নের কাজ করা হবে এই গ্রামগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *