অচেনা কলকাতা, পর্ব ৪

কলকাতায় ঐতিহ্যের ট্রাম ১৫২ বছরে পদার্পণ।

কলকাতায় ট্রাম ১৫২ বছরে পড়লো। সেই উপলক্ষে সম্প্রতি এসপ্ল্যানেড ডিপোতে ছিল একাধিক অনুষ্ঠান।

১৮৮০ সালে ক্যালকাটা ট্রামওয়েজ পথ হাঁটা শুরু করে। সেকালের চিতপুর রোডে ঘোড়ায় টানা ট্রাম লাইন বসে। প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলেছিল শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। ১৯০২ সালে বিদ্যুৎ চালিত ট্রাম শহরে চালু হয়। উত্তর কলকাতা ধরে ট্রাম যেতো বিবাদী বাগ।

১৮৮২ সালে বেশ কিছুদিনের জন্য বাষ্পচালিত ট্রাম আমাদের শহরে চলেছিল। খিদিরপুর-এসপ্ল্যানেড, গড়িয়াহাট-বিবাদী বাগ, বালিগঞ্জ-টালিগঞ্জ, বেলগাছিয়া-এসপ্ল্যানেড, শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটে ট্রামের সঙ্গে যুক্ত মানুষের কত স্মৃতি। সেই সময়ের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায় ট্রাম।

শৈশবে দুপুরে ট্রামে স্কুল থেকে বাড়ি ফেরা, ৭০-এর দশকে প্রেম, নস্টালজিয়া, সঙ্গীত, রাজনীতি এই সব একটি যানকে নির্ভর করে মানুষের আবেগ সহজাতভাবে এসেছে।

আজও ট্রামের গায়ে লেখা থাকে ‘এই গাড়ি আপনার দয়া করে যত্ন নিন।’ এক এক করে অনেকগুলো রুটের ট্রাম শহরে বন্ধ হয়েছে। সব বাধা পেরিয়ে আজো এই মন্থর গতির যান আছে। পরিবহন দপ্তর জানিয়েছেন, তারা ঐতিহ্যবাহী ট্রাম চালাতে আগ্রহী। কয়েকটি রুটে ট্রাম চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top