অমিতাভ বচ্চন ওয়াটারফল্‌স! গিয়েছেন নাকি?

amitabh bachchan waterfalls

ভ্রমণঅনলাইনডেস্ক: আপনি কি জানেন সিকিমে অমিতাভ বচ্চনের নামে একটি ঝরনা? বিগ বি নিজেও জানতেন না এই কথা।

আরও পড়ুন এই বর্ষায় মধ্যপ্রদেশের এই চারটি সড়কভ্রমণে অবশ্যই চলুন

সম্প্রতি রাজীব মিত্র নামে তাঁর এক ফ্যানের ছবি বিগ বি রিটুইট করেন। সেই ছবিতে ওই ব্যক্তি অমিতাভ বচ্চন ফলস্ বা ভীম নালা ফলস্ বা ভীম ফলস্-এর সামনে দাঁড়িয়ে একটি সেলফি তুলেছেন এবং সেই ছবিটি টুইট করে ক্যাপশনে লিখেছেন যে, “সিকিম যাবেন অথচ অমিতাভ বচ্চনের নামাঙ্কিত ঝরনার ধারে যাবেন না?”

এই টুইটটি রিটুইট করে বিগ বি জানতে চান, এটি কি সত্যি? এবং তার পরে রাজীব মিত্র এটির উত্তর দিয়ে বলেন যে এটি একদম সত্যি এবং তিনি এখনও সিকিমেই আছেন। এর পর আরও অনেক ‘ফলোয়ার’ টুইট করে বিগ বি-কে এই ঘটনার সত্যতা সম্পর্কে জানান।

কোথায় এই ঝরনা  

এই ঝরনাটি উত্তর সিকিমে। এর অবস্থান চুংথাং ও ইয়ুমথাং-এর সংযোগকারী রাস্তায়, লাচুং-এ।

এই ঝরনাটি সম্ভবত সিকিমের উচ্চতম ঝরনা। ঝরনার এত উচ্চতা দেখেই স্থানীয়রা এটির নামকরণ করেছেন অমিতাভ বচ্চন ওয়াটারফল।

কী ভাবে যাবেন

এই ঝরনাটি লাচুং থেকে ১৩ কিলোমিটার দূরে। লাচুং থেকে গাড়ি নিয়ে এক ঘণ্টাতেই পৌঁছে যাবেন অমিতাভ বচ্চন ফলস্।

লাচুং উত্তর সিকিমের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। গ্যাংটক থেকে লাচুং-এর দূরত্ব ১১৮ কিলোমিটার এবং গাড়িতে সময় লাগে লাগে ঘণ্টা ছয়েক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *