মাদকতায় ভরা পূর্ব উপকূলের অপরূপা বাগদা সৈকত
অপরূপ এক সমুদ্রসৈকত। নির্জন, নিরিবিলি, প্রশান্তিতে ভরা। দিগন্ত বিস্তৃত সোনালি বালিরাশি আর ঘন ঝাউবন। এখানে বসে কান পাতলে শুধু শোনা যায় সমুদ্রের গান আর ঝাউবনের কলতান। এ হল বাগদা সৈকত। পশ্চিমবঙ্গ পেরিয়ে ওড়িশায় ঢুকলেই হদিস পাবেন এই সৈকতের। এখনও শহুরে বাঁধা গতের পর্যটকদের তেমন পা পড়ে না মাদকতা ছড়ানো এই সৈকতে। তাই এখানে পৌঁছোলেই অসাধারণ একটা শান্তির অনুভূতি আপনাকে গ্রাস করবেই।






ছবি তুলেছেন শ্রয়ণ সেন।
আরও দেখুন
বরফে ঢেকেছে হিমনগরী মুন্সিয়ারি
লকডাউনে বাণিজ্য-রাজধানী: ছবিতে ভ্রমণ
