বেনাপুর চরটি রূপনারায়ণ নদীর তীরে। শীতের মিঠে রোদ এখানে লুকোচুরি খেলে যায়। এই সময় অনেকেই জায়গাটিতে চড়ুইভাতি করেন।
এককালে রূপনারায়ণ নদীর পাশে একাধিক জনপদ সংস্কৃতির ইতিহাসে জড়িয়ে আছে। রূপনারায়ণ নদীর অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানে সূর্যাস্তের অনুভূতি এক অন্যরকম।
রূপনারায়ণ নদী পথেই ইতিহাস সমৃদ্ধ তমালিকা বা তাম্রলিপ্ত বন্দর ছিল। তখন দেশে মগধ বংশ। এই নদী পথ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে।
বেনাপুর চর হাওড়ার বাগনানে। রূপনারায়ণ নদী পাশ দিয়ে বয়ে গেছে। চারদিক সবুজে ভরা। ভ্রমণ পিপাসুদের কাছে খুব আকর্ষণীয়।

নির্জন চরে সময় কোথা দিয়ে যেন কেটে যায়। একদিনের জন্য আপনার মনকে খোশমেজাজে ভরিয়ে দেবে। নদীর পাড়ে হঠাৎ দেখে মনে হবে কে যেন সবুজ কার্পেট বিছিয়ে দিয়ে গেছে। আর ছোট ছোট বাবলা গাছ গুলোর ফুরফুরে হাওয়া এক সুখের নিবাস।
চরে বসলে দেখা মিলবে ভালো সংখ্যক পরিযায়ী পাখির কলরব। দূরে নদীতে মাঝিদের বৈঠা চলেছে।
কিভাবে যাবেন: হাওড়া থেকে ট্রেনে প্রথমে নামতে হবে বাগনান স্টেশন। সেখান থেকে টোটো বুক করে বা ট্রেকারে চলে আসুন বেনাপুর চরে।