গন্তব্যভ্রমণের খবর

এবার শীতে নিজের সঙ্গে সময় কাটাতে সোলো ট্রিপে প্ল্যান করে ফেলুন মেঘালয়

মেঘেদের রাজ্য মেঘালয়। এখানে মেঘ ও পাহাড় ফিসফিস কথা বলে। মেঘেদের কথায় আপনিও যোগ দিতে পারেন। চলুন যাওয়া যাক মেঘ মুলুকের দেশে।

মাওলিনং গ্রাম : ‘যেখানে মেঘ গাভীর মতো চড়ে’।
এশিয়ার সবচাইতে পরিচ্ছন্ন গ্রাম। পূর্ব খাসি পাহাড়ের এই গ্রাম ছবির মতন সুন্দর। স্থানীয়ভাবে গ্রামের বাসিন্দারা বলেন ঈশ্বরের নিজের বাগান।

কি দেখবেন :
পাহাড়ের ঢালে গ্রামটি। পথের ধার বেয়ে নিচে অনেকখানি নেমে যাওয়া যায়। গ্রামের ভেতর আবর্জনা ফেলার জায়গাগুলো বাঁশের তৈরি। খুবই সুন্দর। ছোট ছোট মাচা চোখে পড়ে। প্রকৃতি এখানে নিজের মতো করে সেজে উঠেছে। বিশালাকার প্রকৃতির কাছে নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়। পাহাড়ে গা এলিয়ে শুধুই তাকিয়ে থাকা। থাইলং নদীর উপর গাছের শিকড় বুনে বুনে জীবন্ত সেতুটি এককথায় অসাধারন।

বেড়ানোর সঠিক সময় :
সফরের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই সময় আকাশ পরিষ্কার থাকে। অপরটি হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস।

সোলো ট্রিপে কোথায় থাকবেন :
মাওলিনং গ্রামে থাকার জন্য সবচেয়ে ভালো হোমস্টে,
I LA JONG
ফোন 09615043027

কিভাবে যাবেন :
কলকাতা থেকে ট্রেনে গুয়াহাটি স্টেশন। সেখান থেকে ট্যাক্সি বুক করে মাওলিনং গ্রাম পৌছে যেতে পারবেন। গুয়াহাটি স্টেশন থেকে শিলং হয়েও মাওলিনং যাওয়া যায়। হাতে কয়েকদিন ছুটি থাকলে কম খরচে একা ঘুরে নিন এই মনোরম স্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *