রাজস্থানে উন্মোচিত হল বিশ্বের উচ্চতম শিবমূর্তি
ভ্রমণ অনলাইনডেস্ক: বিশ্বের উচ্চতম শিবমূর্তি উন্মোচিত হল রাজস্থানে। রাজ্যের রাজসমন্দ জেলার নাথদ্বারা এলাকায় নির্মিত শিবমূর্তির উচ্চতা ৩৬৯ ফুট। এই মূর্তির নামকরণ করা হয়েছে ‘বিশ্ব স্বরূপম’। শিবমূর্তি তৈরি হতে সময় লেগেছে প্রায় ছ’ বছর। শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, বিধানসভার স্পিকার সিপি যোশীর উপস্থিতিতে এই মূর্তি উন্মোচিত হয়।
‘তাত পদম’ নামক একটি সংস্থার উদ্যোগে তৈরি হয়েছে এই মূর্তি। সংস্থার ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য মদন পালিওয়াল জানিয়েছেন, এই মূর্তি উদ্বোধন উপলক্ষ্যে ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর — এই ন’ দিন ধরে ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তাঁর কথায়, ‘‘ভগবান শিবের এই মূর্তিটি রাজস্থানের পর্যটনকে একটি নতুন মাত্রা দেবে।’’
৫১ ফুট উঁচু পাহাড়ের উপর নির্মিত হয়েছে এই ধ্যানস্থ শিবমূর্তি। সিমেন্টের তৈরি এই মূর্তির বাইরে পঞ্চধাতুর প্রলেপ দেওয়া হয়েছে। কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায় এই মূর্তি। রাতেও এই মূর্তি যাতে স্পষ্ট দেখা যায়, তার জন্য বিশেষ আলোরও ব্যবস্থা করা হয়েছে।
২০১২ সালে মূর্তি তৈরির পরিকল্পনা করা হয়। তার পর ধীরে ধীরে পরিকল্পনামাফিক কাজ এগোতে থাকে। ৩০০০ টন ইস্পাত ও লোহা, ২.৫ টন সিমেন্ট ও বালি ব্যবহার করা হয়েছে এটি বানাতে।
আরও পড়তে পারেন
হৈমন্তীপাবর্ণ: শিবপুরে যে বারোয়ারি জগদ্ধাত্রীপুজোর সূচনা হয়েছিল রায় চৌধুরীদের উঠোনে
সোনায় মুড়ল কেদারনাথ মন্দিরের গর্ভগৃহ, সাজানো হল সাড়ে পাঁচশো পাতে
নভেম্বরে কাশ্মীরে জাফরান উৎসব, শিকারা উৎসব, প্রস্তুতি তুঙ্গে