শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নতুন চমক: আসছে জিরাফ ও জলহস্তী
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক ক্রমশ পূর্ণাঙ্গ চিড়িয়াখানার রূপ নিচ্ছে। একদিকে যেমন ইতিমধ্যেই এসেছে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, ঘড়িয়াল, হিমালয়ান ব্ল্যাক বেয়ার, ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, পেইন্টেড স্টর্ক, স্পুন বিল, গ্রিন ইগুয়ানা, অন্যদিকে প্রস্তুতি চলছে জিরাফ ও জলহস্তীর মতো বড় আকর্ষণীয় প্রাণী আনার। আলিপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছে মোট ১৮টি নতুন প্রাণী, যাদের জন্য নতুন এনক্লোজার তৈরির কাজ এখন তুঙ্গে।
সাফারি পার্কের ডিরেক্টর ই বিজয়কুমার জানান, সম্প্রতি আনা প্রাণীদের মধ্যে রয়েছে—
- একজোড়া স্ত্রী ঘড়িয়াল,
- একজোড়া হিমালয়ান ব্ল্যাক বেয়ার,
- দু’টি পুরুষ ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ,
- দুই জোড়া পেইন্টেড স্টর্ক বার্ড,
- এক জোড়া স্পুন বিল বার্ড,
- তিন জোড়া গ্রিন ইগুয়ানা।
এসব প্রাণীদের আবাস উপযোগী করে তুলতে আধুনিক মানের এনক্লোজার তৈরি করা হচ্ছে।
বেঙ্গল সাফারিতে বর্তমানে দেখা মিলবে—
- রয়্যাল বেঙ্গল টাইগার (এখানে সফল প্রজনন হয়েছে)
- সিংহ দম্পতি ও তাদের বাচ্চারা
- গন্ডার
- হাতি
- বিভিন্ন ধরনের হরিণ
- বন্য শুকর
- নীলগাই
- চিতল হরিণ
- ময়ূর ও নানা রঙের পাখি
- অজগর, গোসাপ ও অন্যান্য সরীসৃপ
শিশুদের জন্য বাড়তি আনন্দ: অ্যাডভেঞ্চার পার্ক ও আরও অনেক কিছু
সাফারি পার্কে শুধু প্রাণী দেখাই নয়, শিশুদের জন্য নানা রকম আকর্ষণ যুক্ত করা হয়েছে—
- নতুন অ্যাডভেঞ্চার পার্ক
- সজারু ও ছোট প্রাণীদের জন্য আলাদা এনক্লোজার
- বাটারফ্লাই জোন
- ছোট পাখিদের জন্য পক্ষীরালয়
- অজগর ও গোসাপের নতুন ঘর
- নতুন কম্বো সাফারির প্রবেশদ্বার
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প
বনমহোৎসবের অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, একাধিক নতুন প্রাণী আনার ফলে বেঙ্গল সাফারি আগামী দিনে জাতীয় পর্যায়ের চিড়িয়াখানা হয়ে উঠবে। তিনি আরও একটি গন্ডার ও একটি হাতি আনার প্রস্তাব দেন, যাতে প্রাণীদের জুটি সম্পূর্ণ হয়। পাশাপাশি, তিনি জোর দেন জিরাফ ও ক্যাঙ্গারু আনার দিকেও।
কীভাবে যাবেন?
অবস্থান: শিলিগুড়ি শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে, নিউ চোপড়া রোডে
পৌঁছনোর উপায়: গাড়িতে, টোটো বা ক্যাবে সহজেই পৌঁছানো যায়
সময়: সকাল ৯টা থেকে বিকেল ৫টা (সোমবার বন্ধ)
টিকিট ও সাফারি
সাধারণ প্রবেশ মূল্য ছাড়াও রয়েছে—
- জিপ সাফারি
- টাইগার ও লায়ন সাফারি
- কম্বো প্যাকেজ
টিকিট অনলাইনে ও অফলাইনে পাওয়া যায়।
শিলিগুড়ির বেঙ্গল সাফারি শুধু উত্তরবঙ্গ নয়, সারা রাজ্যের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠছে। প্রতিনিয়ত প্রাণীদের সংখ্যা বাড়ছে, পরিকাঠামো উন্নত হচ্ছে। এবার জিরাফ ও জলহস্তী এলে, এই সাফারি হবে এক অনন্য অভিজ্ঞতার ঠিকানা।
আরও পড়ুন: স্বল্পচেনা উত্তরবঙ্গ: একাকী গুলমা