কাছে পিঠে কোথায় যাবেন ভাবছেন? চলে আসুন এক জনপ্রিয় স্থান কেঁদুলি। একদিনের জন্য পরিবার বা বন্ধুরা মিলে উপভোগ করুন।
বীরভূমের জয়দেব কেঁদুলি গ্রাম। অজয় নদের তীরে এখানেই গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেবের জন্মস্থান।
অজয় নদের প্রান্তরে পৌষ সংক্রান্তিতে হয় জয়দেব কেঁদুলি মেলা। মেলা ঘিরে মেতে ওঠেন মানুষজন। বহু বাউলের দর্শন পাওয়া যায়। কেঁদুলির মূল আকর্ষণ।
অতীতের কেন্দুবিল্ব গ্রাম আজকের কেঁদুলি। রাজা লক্ষণ সেনের কবি ছিলেন জয়দেব। কথিত আছে স্বয়ং শ্রীকৃষ্ণ কবি জয়দেবের অসম্পূর্ণ পদের অংশ লিখেছিলেন। এমনই আশ্চর্য বর্ণনা শোনা যায়।
জয়দেব কেঁদুলির নবরত্ন রাধাবিনোদ মন্দিরটি এখানকার আরেক আকর্ষণ। জয়দেবের ভিটের ওপর মন্দিরটি নির্মাণ হয়েছিল। অপূর্ব টেরাকোটা অলংকরণে অলংকৃত মন্দিরটি। এছাড়া এখানে দেখার আছে কদমখন্ডির ঘাট।
কিভাবে যাবেন:
ট্রেনে চলে আসুন বোলপুর স্টেশন। সেখান থেকে ইলামবাজারগামী বাস ধরে চলে যান কেঁদুলি। অথবা দুর্গাপুর স্টেশন থেকে বাসে সহজেই চলে আসা যায়।