গন্তব্য

শাল, শিমূল, পলাশের অন্যতম আকর্ষণ জয়পুর জঙ্গল

প্রকৃতির টানে পর্যটকদের পছন্দের গন্তব্য জয়পুর জঙ্গল। বাঁকুড়া জেলায় মা সারদার জন্মভূমি থেকে খানিক দূরে শুরু জয়পুর জঙ্গল। শাল, শিমূল, মহুল, পলাশের জঙ্গলে হাতি ও হরিণের বাস। কিছু আদিবাসী মানুষেরও জঙ্গলে বসবাস।

একসময় মল্ল রাজাদের প্রাচীন রাজধানী ছিল জয়পুরে। জঙ্গলের মধ্যেই আছে গোকুলচাঁদ মন্দির। হরেক প্রজাতির পাখি ও ময়ূরের বাস জয়পুর জঙ্গলে।

জয়পুরে গোকুলচাঁদ মন্দির পঞ্চরত্ন শৈলীর। মাকড়া পাথরে নির্মিত। দেওয়ালে অপূর্ব পোড়ামাটির নিদর্শন রয়েছে। গোকুলচাঁদ মন্দিরের উত্তরে কিছু দূরে আছে এক বরাহ অবতারের মূর্তি। স্থানীয় মানুষ নিত্য পুজো করেন। জয়পুর জঙ্গলের মধ্যেই আছে মল্ল রাজাদের প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষ।

কিভাবে যাবেন:
কোলকাতা থেকে ট্রেনে সরাসরি বিষ্ণুপুর স্টেশন নামুন। সেখান থেকে বাস বা গাড়ি বুক করে ঘুরে নিন জয়পুরের জঙ্গল। বাসেও চাইলে আসতে পারেন। কলকাতা থেকে বিষ্ণুপুরের বাসে নামুন জয়পুর স্টপেজ।

কোথায় থাকবেন:
জয়পুরে থাকার জন্য আছে দুটি জঙ্গলের মধ্যে চমৎকার রিসর্ট। একটি বনলতা ও অন্যটি আরণ্যক রিসর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *