লাল কাঁকড়া বিচে নীল সাগরের হাতছানি
সুবিশাল এক সৈকত। সমুদ্রের ঢেউ এসে সারাদিন জেলেদের নৌকায় ধাক্কা দেয়। কোলাহল বিহীন শান্ত সৈকতে ফিনফিনে বাতাস। আপনি ঘন্টার পর ঘন্টা হেঁটে বেড়ান। কেউ বিরক্ত করবে না। সূর্যাস্তে আকাশের চেহারাটা মুগ্ধ করবে। আকাশে যেন প্যালেট থেকে রঙ মিশে একাকার হয়ে গেছে।
কাপল ফ্রেন্ডলি বা হানিমুনের জন্যে জায়গাটি জনপ্রিয়। সূর্যোদয় ও সূর্যাস্তের চমৎকার দৃশ্য এখানে ল্যান্ডস্কেপের মত সুন্দর।
সমুদ্র সৈকতটি সবচেয়ে বেশি পরিচিত লাল কাঁকড়ার জন্য। চলুন ‘লাল কাঁকড়া বিচ’।
সৈকতে লাল কাঁকড়া এখানকার মূল আকর্ষণ। দুপুরবেলা বেশি পরিমাণে এদের দেখা যায়। গর্ত থেকে বের হয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। ঝাঁকে ঝাঁকে কাঁকড়ার দল দাঁড়ের ওপর ভর করে বালিতে হেঁটে বেড়াচ্ছে। সত্যি এক রোমাঞ্চ লাগে।
কলকাতা থেকে দূরত্ব: ১৬১ কিমি
ভ্রমণের সঠিক সময়: অক্টোবর থেকে ফেব্রুয়ারি
কীভাবে যাবেন:
গাড়ি নিয়ে যেতে চাইলে কলকাতা থেকে কোলাঘাট হয়ে আসতে পারেন। তাছাড়া ধর্মতলা থেকে একাধিক বাস আছে। চাউলখোলা হয়ে আসা যায়।
থাকার জায়গা:
লাল কাঁকড়া বিচে সেভাবে বেশি হোটেল লজ নেই। একটি রামকৃষ্ণ মিশনের আশ্রম আছে। আগে থেকে যোগাযোগ করলে রাত্রিবাস করা সম্ভব। এখান থেকে খুব কাছেই মন্দারমণি। চার কিমি দূরে। সেখানে থাকাই সবথেকে ভালো উপায়।
রামকৃষ্ণ মিশনের ফোন নম্বর:
৮৭৬৮৪৩৫২৪৭/৯৭৩৫১৯৫৭৩৮