ভ্রমণের খবর

আর মাত্র দু’সপ্তাহ, খুলছে বক্সার জঙ্গল! পর্যটকের ভিড় সামলাতে শুরু প্রস্তুতি

আর মাত্র দু’সপ্তাহ পরেই খুলতে চলেছে বক্সার জঙ্গল। প্রতি বছরের মতো এবারও পর্যটকদের ঢল নামবে রাজাভাতখাওয়া ও জয়ন্তী—দু’টি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। বনদপ্তর সূত্রে খবর, প্রতিদিন অন্তত ৫০০ পর্যটক জঙ্গল সাফারিতে অংশ নেবেন। ইতিমধ্যেই জিপসি বুকিংয়ের হিড়িক পড়েছে।

তিন মাস বন্ধ থাকার পর নিয়মিত বৃষ্টির কারণে সাফারির রুটগুলি আগাছায় ভরে গিয়েছে। কোথাও মাটি সরে গিয়েছে, কোথাও ঝড়ে ভেঙে পড়েছে বড় বড় গাছ। বৃষ্টি কিছুটা কমলেই রাস্তা পরিষ্কার ও মেরামতির কাজ শুরু করবে বক্সা কর্তৃপক্ষ।

বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা জানিয়েছেন, জেলা প্রশাসনের সহযোগিতায় বক্সার জঙ্গলকে প্লাস্টিকমুক্ত করার কাজ শুরু হয়েছে। পুজোর আগে বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন বসানো হবে। প্রতি বছর জঙ্গল খোলার আগে সাফারি রুটগুলিতে আগাছা কেটে রাস্তা পরিষ্কার করা হয়। এবছরও সেই প্রক্রিয়া শুরু হবে অচিরেই।

বক্সার জনপ্রিয় সাফারি রুট দুটি—

  1. রাজাভাতখাওয়া থেকে ২৬ মাইল এলাকা: এই রুট কোর এলাকায় প্রবেশ করে, ডিমা ও বালা নদী পার হয়ে যায়।
  2. জয়ন্তী থেকে পুখুরী পাহাড়: রোমাঞ্চকর ও আকর্ষণীয় এই রুটটি পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়।

জয়ন্তী গাইড অ্যাসোসিয়েশনের কর্মকর্তা শেখর ভট্টাচার্য জানান, বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জঙ্গল খোলার পর পর্যটকের ভিড়ে দম ফেলার ফুরসত মিলবে না। পর্যটকদের নিরাপত্তার জন্য সাফারি রুট ও চুনিয়াঝোরা ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা দ্রুত পরিষ্কার করা প্রয়োজন।

বর্তমানে সাফারির জন্য জয়ন্তীতে ১৪টি এবং রাজাভাতখাওয়ায় ৪টি জিপসি গাড়ি রয়েছে। প্রতিটি গাড়িতে সর্বোচ্চ ৬ জন পর্যটক যেতে পারেন। ভাড়া নির্ধারিত হয়েছে গাড়ি প্রতি ₹১,৭০০। এক ট্রিপে প্রায় আড়াই ঘণ্টা ধরে জঙ্গল ভ্রমণের সুযোগ মিলবে।

ইতিমধ্যেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। পশ্চিম রাজাভাতখাওয়া রেঞ্জের উদ্যোগে রবিবার ভোরে রাজাভাতখাওয়া পর্যটন কেন্দ্রকে প্লাস্টিকমুক্ত করার অভিযান চালানো হয়। ২১ মাইল থেকে রাজাভাতখাওয়া চেকপোস্ট পর্যন্ত রাস্তার ধারে প্রচুর প্লাস্টিক বর্জ্য সাফাই করা হয়। শুধু একটি অংশ থেকেই এদিন প্রায় ২০০ কেজি আবর্জনা সরানো হয়েছে।

পর্যটকদের আগমনকে সামনে রেখে বনদপ্তর ও স্থানীয় প্রশাসন জঙ্গলকে আরও আকর্ষণীয় ও নিরাপদ করে তুলতে জোর প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নতুন চমক: আসছে জিরাফ ও জলহস্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *