গন্তব্যসপ্তাহান্তে

নারী দিবস: একাকী ভ্রমণে নারীদের জন্যে পাঁচটি দর্শনীয় স্থান, পর্ব ২

পর্ব ২

আজকের সময়ে নারীরা ঘড়ির কাঁটাকে উল্টো দিকে ঘুরিয়ে নিতে জানেন, তারা সোলো ট্রাভেলার। সমস্ত কাজে অনেক স্বাধীন। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে তাদের বড় ভূমিকা। এখন নারীরা একাকী ঘুরতে পছন্দ করেন। আর সেটাই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় পুরুষদের চেয়েও তারা অ্যাডভেঞ্চার বিশেষ পছন্দ করেন। আন্তর্জাতিক নারীদিবসে ভ্রমণ প্রিয় নারীদের জন্য রইল বিশেষ দর্শনীয় স্থান।

মাজুলি দ্বীপ
দেশের আসামে অবস্থিত মাজুলি দ্বীপ। বিশ্বের বৃহত্তম এক নদী দ্বীপ। ইতিহাস থেকে জানা যায় আহোম রাজা জয়ধ্বজ সিংহের সময় এই দ্বীপের সৃষ্টি হয়। জায়গাটি ব্রহ্মপুত্র নদী ও শোবনশিরি নদীর মিলনে তৈরি হয়েছে। যার খ্যাতি বিশ্বজোড়া। এখানকার শান্ত নিরিবিলি রূপ আকর্ষণ করে। প্রকৃতির মাঝে একাকী কিছুদিন কাটাতে চাইলে মাজুলি উপযুক্ত স্থান। মাজুলির হোম স্টে ও কটেজ গুলো খুবই সুন্দর। আসামের জোরহাট শহর থেকে এই দ্বীপ যাওয়া যায়।

হীরাঝিল
আপনি কি ইতিহাস প্রেমী? ইতিহাস ও অ্যাডভেঞ্চার ভালোবাসলে ঘুরে আসুন মুর্শিদাবাদের হীরাঝিল। নবাব সিরাজউদ্দৌলা ভাগীরথীর পশ্চিম পাড়ে একটি প্রাসাদ নির্মাণ করেন। যা বর্তমানে অধুনালপ্ত। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশরা এই প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে যান। আজকে সেই প্রাসাদের ধ্বংসাবশেষ নীরবে কথা বলে। একসময় এই প্রাসাদের পাশে ছিল একটি ঝিল। সেই ঝিলে কাঁচের মতো স্বচ্ছ জলে প্রাসাদকে দেখে মনে হতো হীরের মতো উজ্জ্বল। ভাগীরথীর অপর পাড়ে হীরাঝিল বা মনসুরগঞ্জ প্রাসাদের ধ্বংসাবশেষ পরিদর্শন করে নিতে পারেন। আর ভাগীরথীর সৌন্দর্য এককথায় অতুলনীয়।

(শেষ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *