ভ্রমণের খবর

১ জুলাই খুলছে কালীঘাট মন্দির, তবে আপাতত গর্ভগৃহে প্রবেশ নয়

ভ্রমণঅনলাইন ডেস্ক: অবশেষে কালীঘাট মন্দিরও খুলছে। তবে এ মাসে নয়, আগামী ১ জুলাই থেকে। স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনেই খোলা হচ্ছে মন্দির। তবে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত করোনাভাইরাস পরিস্থিতিতে মন্দিরের গর্ভগৃহে দর্শনার্থীরা অবাধ প্রবেশ করতে পারবেন না।

চলতি জুন মাসের প্রথম থেকেই লকডাউনের (Lockdown) নিয়ম শিথিল করে ধর্মীয়স্থানগুলি খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তবে বেশ কিছু শর্ত মানতে হবে। দেশের একাধিক ধর্মীয় স্থান খুললেও আগামী ৩০ জুন পর্যন্ত মন্দির না খোলার সিদ্ধান্ত নিয়েছেন কালীঘাট মন্দির কর্তৃপক্ষ।

মন্দির কর্তৃপক্ষ যা জানিয়েছেন

আগামী ১ জুলাই থেকে খুলবে মন্দির।

সকাল ৬টা থেকে বেলা ১২টা ও বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।

মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীরা অবাধ প্রবেশ করতে পারবেন না।

এক সঙ্গে ১০ জনের বেশি দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুন: রথযাত্রার দিন খুলছে তারাপীঠ মন্দির

পুজো দেওয়ার জন্য কোনো রকম সামগ্রী আনা যাবে না।

দর্শনার্থীদের মন্দিরের ২ নম্বর গেট দিয়ে ঢোকানো হবে, বের করা হবে ৪ নম্বর গেট দিয়ে।

শারীরিক দূরত্ব, স্যানিটাইজেশন-সহ অন্যান্য বিধি মেনে চলতে হবে।

অন্য দিকে প্রায় ৯৩ দিন বন্ধ থাকার পর আগামী ২৩ জুন, রথযাত্রার দিন খুলছে তারাপীঠ মন্দির। মন্দির খুললেও স্বাস্থ্যসুরক্ষার কথা ভেবে বেশ কিছু কড়াকড়ি বজায় থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *