পুজোয় পর্যটকদের জন্য বাড়তি পাওনা, পৃথক রুটে টয় ট্রেনের ৩ স্পেশাল জয় রাইড চালু
পুজোর মরশুমে পাহাড় ভ্রমণে পর্যটকদের জন্য নতুন উপহার দিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। এবারই প্রথম চালু হল তিনটি বিশেষ জয় রাইড পরিষেবা। শুক্রবার শিলিগুড়ি থেকে শুরু হয়েছে ‘টি টিম্বার স্পেশাল’ জয় রাইড। শনিবার থেকে মিলবে ‘স্টিম স্পেশাল’ ও ‘সানরাইজ স্পেশাল’ পরিষেবা।
টি টিম্বার স্পেশাল
- রুট: শিলিগুড়ি জংশন → রংটং → শিলিগুড়ি
- দিন: প্রতি শুক্র, শনি ও রবিবার
- সময়: দুপুর ১২টা শিলিগুড়ি থেকে ছাড়বে, রংটং পৌঁছবে ১.৩০টায় → বিকেল পর্যন্ত ৪ ঘণ্টা ঘোরার সুযোগ → সন্ধ্যায় শিলিগুড়ি ফেরা।
- ভাড়া: পূর্ণ ভ্রমণ ৭৫০ টাকা, শুধু রংটং পর্যন্ত গেলে ৫০০ টাকা।
- বিশেষ আকর্ষণ: চা বাগান ভ্রমণ, জৈব সারে উৎপাদিত খাবারের স্টল।
স্টিম স্পেশাল
- রুট: দার্জিলিং ↔ কার্শিয়াং (প্রিমিয়াম স্টিম ইঞ্জিন চালিত)
- দিন: প্রতি শনি ও রবিবার
- ভাড়া:
- দার্জিলিং–ঘুম: ৭৫০ টাকা
- দার্জিলিং–ঘুম–সোনাদা: ১০০০ টাকা
- দার্জিলিং–ঘুম–সোনাদা–টুং: ১২৫০ টাকা
- দার্জিলিং–ঘুম–সোনাদা–টুং–কার্শিয়াং: ১৫০০ টাকা
- বিশেষ আকর্ষণ: যাত্রাপথে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোতে থামবে ট্রেন।
সানরাইজ স্পেশাল
- রুট: কার্শিয়াং → মহানদী → কার্শিয়াং
- দিন: প্রতি রবিবার
- সময়: সকাল ৭:১৫-এ কার্শিয়াং থেকে রওনা দিয়ে সকাল ১০টায় মহানদী থেকে ফিরে আসবে।
- ভাড়া: বেস ফেয়ার ৭৫০ টাকা + প্রতিটি স্টেশনে ২৫০ টাকা যোগ হবে।
- বিশেষ আকর্ষণ: সকালের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ।
ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, “পাহাড়ে ধসের কারণে এখন যাত্রী কিছুটা কম, তবে পুজো থেকে ভিড় বাড়বে। এজন্য বিশেষ প্রচার শুরু হয়েছে।” অনলাইনে ও যেকোনও স্টেশন থেকেও টিকিট কাটা যাবে।
পুজোর সময় পাহাড় ভ্রমণে টয় ট্রেনের এই নতুন জয় রাইডগুলি পর্যটকদের জন্য হয়ে উঠতে চলেছে বাড়তি আকর্ষণ। চা-বাগান, পাহাড় ও জঙ্গলের নৈসর্গিক সৌন্দর্য এবার উপভোগ করা যাবে আরও কাছ থেকে।
আরও পড়ুন: যমুনাসুল: ভিড়ভাট্টা এড়িয়ে শান্ত সমুদ্রতটে এক অন্যরকম অভিজ্ঞতা