এ বার কলকাতা থেকে ভারত গৌরব ট্রেন, দেখা যাবে পাঁচ জ্যোতির্লিঙ্গ-সহ আরও ধর্মীয় স্থান
ভ্রমণ অনলাইনডেস্ক: পূর্ব ভারতের প্রথম ভারত গৌরব ট্রেন। এ বার সেই ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে। দেশের একাধিক তীর্থস্থানকে ছুঁয়ে যাবে এই ট্রেন। আধ্য়াত্মিক পর্যটনক্ষেত্রে ভ্রমণে নতুন দিশা দেখাচ্ছে এই ট্রেন।
সূত্রের খবর, আগামী ২০ মে থেকে কলকাতা স্টেশন থেকে এই ট্রেন ছাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের পাঁচটি জ্যোতির্লিঙ্গ, স্ট্যাচু অফ ইউনিটি, সিরডি সাঁইবাবা ও শনি শিগনাপুরকে ছুঁয়ে যাবে এই ট্রেন। এর পর এটি কলকাতা স্টেশনে ফের ফিরে আসবে। মূলত ধর্মীয় পর্যটনক্ষেত্রগুলিতে যাঁরা বেড়াতে যেতে চান তাঁদের জন্য় এই ট্রেনটি অত্যন্ত উপযোগী। দেশের সপ্তম ভারত গৌরব ট্রেন পেতে চলেছে কলকাতা।
মধ্য ও পশ্চিম ভারতের একাধিক তীর্থক্ষেত্রকে স্পর্শ করবে এই ট্রেন। ওমকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর ও ত্র্যম্বকেশ্বর, এই পাঁচটি জ্যোতির্লিঙ্গ দর্শন করাবে এই ট্রেনটি। পাশাপাশি সিরডি সাঁইবাবা ও শনি শিগনাপুরেও যাওয়া যাবে এই ট্রেন।
এই ট্রেনে সর্বোচ্চ ৬৫৬ জন যাত্রী থাকবেন। মাথাপিছু ইকোনমি ক্লাসে মোটামুটি ২০ হাজার, স্ট্যান্ডার্ডে ৩১,৮০০ টাকা, কমফোর্ট ক্লাসে ৪১ হাজার ৬০০ টাকা পর্যন্ত খরচ পড়বে। এই ট্রেনে সাধারণ স্লিপার ক্লাস, থ্রি টায়ার এসি ও টু টায়ার এসি তিন ধরনের ব্যবস্থাই থাকছে।
এই ধরনের পর্যটনের ক্ষেত্রে বয়স্ক মানুষরাও অত্যন্ত উৎসাহ দেখান। সে কারণে ট্রেনে ভ্রমণের সময় তাঁদের শরীর অসুস্থ হলে হাতের কাছেই থাকবেন চিকিৎসক।