শীতের হিমাচলে ১ / যাত্রা শুরু বিলাসপুরে
শ্রয়ণ সেন এ এক ইচ্ছেপূরণের গল্প। ২০১১-তে মনে জেগেছিল সেই ইচ্ছেটা, আজ পূরণ হল। সেই ইচ্ছেটার কথায় পরে আসছি। আগে শুরুর কথাটা বলি। কাল রাত সাড়ে ১১টায় চণ্ডীগড় স্টেশনে নামতেই আমাদের এসে জড়িয়ে ধরলেন মদনলালজি। সেই মদনলাল শর্মা। ২০১১ সালে কুড়ি দিন ধরে হিমাচল ঘুরিয়েছিলেন তিনি। সে বার প্রথম সাক্ষাতে আমাদের সূচি দেখে কিঞ্চিৎ উষ্মা […]