পুজোর আগে খুশির খবর: গোরুমারা ও জলদাপাড়ায় হাতি সাফারির অনলাইন বুকিং ফের চালু
পর্যটক মহলে খুশির খবর। উত্তরবঙ্গের জনপ্রিয় দুই জাতীয় উদ্যান গোরুমারা ও জলদাপাড়ায় ফের চালু হচ্ছে হাতি সাফারির অনলাইন বুকিং ব্যবস্থা। শারদোৎসবের আগে এই সিদ্ধান্তে পর্যটন ব্যবসা চাঙ্গা হবে বলে আশা করছে বনদপ্তর। শুক্রবার এই তথ্য জানিয়েছেন রাজ্যের বন্যপ্রাণ শাখার উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি।
তিনি জানান, পুজোর আগে শুধুমাত্র হাতি সাফারির ক্ষেত্রেই অনলাইন বুকিং চালু করা হচ্ছে। তবে কার সাফারির বুকিং আপাতত অফলাইনেই চলবে।
বনদপ্তরের তরফে জানানো হয়েছে, জলদাপাড়ায় সাতটি ও গোরুমারায় চারটি হাতিকে সাফারির কাজে ব্যবহার করা হবে। এতদিন অনলাইন বুকিং বন্ধ থাকায় পর্যটকদের উদ্যানে এসে সরাসরি বুকিং করতে হত। এতে ভোগান্তির পাশাপাশি অনেক পর্যটক সাফারির সুযোগ থেকে বঞ্চিত হতেন।
ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পার্থসারথি রায় বলেন, “অনলাইন বুকিং চালু হলে সাফারিতে পর্যটকদের ভিড় আরও বাড়বে। এতে পর্যটন শিল্প উপকৃত হবে।”
শারদোৎসব ঘিরে উত্তরবঙ্গের পর্যটন ক্ষেত্র নতুন করে প্রাণ ফিরে পাবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।
বুকিং করুন: https://wbsfda.wb.gov.in/
