ভ্রমণের খবর

বিশ্বভারতীতে চালু হচ্ছে ‘হেরিটেজ ওয়াক’! শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সুখবর

শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের জন্য দারুণ খবর। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পরে এবার নতুন উদ্যোগ শুরু করছে বিশ্বভারতী। ঐতিহাসিক এই বিশ্ববিদ্যালয় পর্যটকদের জন্য চালু করতে চলেছে ‘হেরিটেজ ওয়াক’। মূল লক্ষ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা, শিক্ষা, সংস্কৃতির মূল দর্শনকে পর্যটকদের সামনে তুলে ধরা।

বিশ্বভারতী সূত্রে খবর, চলতি জুলাই মাসের শেষে বা অগস্টের শুরুতেই পরীক্ষামূলক ভাবে চালু হবে এই হেরিটেজ ট্যুর। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, সপ্তাহে এক দিন নির্দিষ্ট সংখ্যক পর্যটক নিয়ে এই ‘গাইডেড হেরিটেজ ওয়াক’ আয়োজন করা হবে।

এই উদ্যোগে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ গাইডের সহায়তায় বিশ্বভারতীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন, রবীন্দ্রভবন, সংগ্রহশালা ও মিউজ়িয়াম ঘুরে দেখার সুযোগ পাবেন। সেই সঙ্গে ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভবনগুলির সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কেও বিস্তারিত ভাবে জানানো হবে।

করোনা পরবর্তী সময় থেকে বিশ্বভারতীর ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। তবে বর্তমান উপাচার্য প্রবীরকুমার ঘোষ দায়িত্ব নেওয়ার পর থেকে এই অবস্থার পরিবর্তনে উদ্যোগী হন। ইতিমধ্যেই তিনি এবং বিশ্বভারতীর অন্যান্য আধিকারিকরা রবীন্দ্রভবন সংলগ্ন জগদীশ কানন এলাকা ঘুরে দেখেছেন এবং পর্যটকদের জন্য নতুন রাস্তার পরিকল্পনা করেছেন।

জানানো হয়েছে, যানজট এড়াতে সুবর্ণরেখা মোড় থেকে জগদীশ কানন হয়ে রবীন্দ্রভবন পর্যন্ত একটি হাঁটার পথ তৈরি করা হচ্ছে, যেখানে পর্যটকরা নির্ধারিত রুটে হেঁটে বিশ্বভারতীর মূল অংশ ঘুরে দেখতে পারবেন।

আরও পড়ুন: শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নতুন চমক: আসছে জিরাফ ও জলহস্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *