প্রবেশাধিকার ছিল পর্যটকদের, ইউক্রেনের প্রেসিডেন্টের বাসভবনেই শুট ‘নাটু নাটু’-র
ভ্রমণ অনলাইনডেস্ক: বিশ্বমঞ্চে জয়জয়কার ‘নাটু নাটু’-র। এই গানের নেপথ্য কাহিনি অনেকেরই অজানা। ভাবলে অনেকেই হয়তো অবাক হবেন যে ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ‘আরআরআর’ ছবির বিখ্যাত গানের শুটিং হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির বাসভবনে।
পিছনে রাজকীয় প্রাসাদ, সামনে সবুজ ঘাসের গালিচা। বিরাট সেই বাগানে নাচছেন জুনিয়র এনটিআর ও রামচরণ। রাজকীয় ওই প্রাসাদ দেখে অনেকেরই মনে হয়েছিল, এ তো ভারতের কোনো জায়গা নয়। একেবারেই ঠিক ধারণা। এটা ইউক্রেনে প্রেসিডেন্টের বাড়ি।
যদিও এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশের একটি বড়ো অংশ। তবে যুদ্ধ শুরুর ক’দিন আগেই শুটিং করার অনুমতি পায় এস এস রাজামৌলির টিম। ২০২১ সালে কিভের মেরেনস্কি প্যালেস মানে প্রেসিডেন্টের বাসভবনে শুটিং করা অনুমতি মেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কারণেই।
ইউক্রেনের প্রেসিডেন্ট রাজনীতিতে আসার আগে পেশাগত অভিনেতা ছিলেন। সেই কারণে ভারতীয় ছবির শুটিংয়ের প্রস্তাব ফেরাননি জ়েলেনস্কি। তবে তখন ইউক্রেনে শান্তি ছিল। ‘আরআরআর’-এর টিম শ্যুটিং সেরে ফেরার পরই বদলে যায় দেশটার চিত্র। ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। তার পর থেকেই প্রেসিডেন্টের বাড়ি ও তাঁর পাশ্বর্বতী এলাকা পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।