পর্যটকদের চোখ এড়িয়ে যাওয়া হিমাচলের ৫ লেক, যাদের সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেনই
হিমাচল প্রদেশ শুধু হিমালয়ের শোভা নয়, অজানা লুকনো রত্নের ভাণ্ডারও বটে। অধিকাংশ পর্যটক মানালি, কাসৌলি, বা স্পিতি উপত্যকাতেই সীমাবদ্ধ থাকেন। কিন্তু এই রাজ্যে এমন পাঁচটি লেক রয়েছে, যেগুলোর সৌন্দর্য এবং মাহাত্ম্য উপেক্ষিত থেকে যায়—শুধু পথ দুর্গম বা প্রচারের অভাবে। ‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদনে উঠে এসেছে সেই পাঁচটি লুকনো লেকের কথা। জেনে নিন:
১. সেরোলসর লেক (Serolsar Lake – তীরথান ভ্যালি, কুলু)
কুলু থেকে প্রায় ৭৫ কিমি দূরে অবস্থিত ছোট, বৃত্তাকার এই লেকটি যেন আয়নার মতো স্বচ্ছ। জলোরি পাস থেকে ট্রেক করে পৌঁছাতে হয় এখানে। স্থানীয় বিশ্বাস, এই লেকে এক দেবীর বাস, যিনি লেকের শুদ্ধতা রক্ষা করেন। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য আদর্শ এই লেক।
২. সোপোনা লেক (Sopona Lake – স্পিতি উপত্যকা)
স্পিতি, কিন্নর ও লাহৌল জেলার সীমানায়, মানে ও মানেয়োগমা গ্রামের ওপরে অবস্থিত এই মৌসুমি লেকটি গ্লেসিয়ারের গলানো জলে তৈরি হয়। গ্রীষ্মে লেক পরিপূর্ণ থাকে, কিন্তু দেরিতে গেলে শুকনো অবস্থায় পাওয়া যেতে পারে। একেবারেই নিঃসঙ্গ, মনোমুগ্ধকর পরিবেশ।
৩.পরাশর লেক (Prashar Lake – মান্ডি)
তুষারঢাকা ধৌলাধার পর্বত ও উঁচু বৃক্ষের মাঝে নীল জলের এই লেকটির তীরে রয়েছে পরাশর মুনির নামে একটি প্যাগোডা আকৃতির মন্দির। কথিত আছে, প্রাচীন ঋষিরা এখানে দীর্ঘ সময় ধরে ধ্যান করতেন। এখানে একটি ভাসমান দ্বীপ রয়েছে যা এই লেককে আরও রহস্যময় করে তোলে।
৪. চন্দ্র তাল (Chandratal – স্পিতি)
চাঁদের মতো দেখতে এই লেক ‘মুন লেক’ নামেও পরিচিত। প্রায় ৪৩০০ মিটার উচ্চতায় অবস্থিত, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় ভ্রমণের উপযুক্ত। ট্রেকিং করে পৌঁছতে হয় এখানে, আর এই পথের প্রকৃতি আপনাকে বিস্ময়াবিষ্ট করে তুলবে।
৫. সূর্য তাল (Surajtal – লাহৌল-স্পিতি)
ভারতের তৃতীয় উচ্চতম এবং বিশ্বের ২১তম উচ্চতম লেক এটি। হিন্দু পুরাণ অনুসারে সূর্যদেব এখানে স্নান করেছিলেন, তাই এটি পবিত্র বলে ধরা হয়। আশেপাশে জনবসতি নেই বললেই চলে, নিঃসঙ্গতায় প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলে এটি আদর্শ গন্তব্য।
ভ্রমণপিপাসুদের জন্য টিপস:
- এই সব লেক ট্রেক রুটে অবস্থিত, তাই প্রস্তুতি নিয়ে রওনা দিন।
- মে–সেপ্টেম্বর সময় ভ্রমণের জন্য সেরা।
- স্থানীয় সংস্কার ও ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে ভ্রমণ করুন।
যদি আপনি প্রকৃতির কোলে কিছু সময় একান্তে কাটাতে চান, এবং পাহাড়ের বুকে এখনও অপরিচিত এমন সৌন্দর্যের খোঁজে থাকেন—তবে হিমাচলের এই পাঁচটি লুকনো লেক আপনার ভ্রমণ তালিকায় থাকতেই হবে। প্রচলিত রুট থেকে একটু সরে এলেই মিলবে অনন্য অভিজ্ঞতা।
আরও পড়ুন: চলুন সড়কপথে: জয়পুর থেকে জৈসলমের