দার্জিলিং ভ্রমণ: ৩ দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যান
হিমালয়ের কোল ঘেঁষে দার্জিলিং সারা বছর পর্যটকদের স্বপ্নের জায়গা। টয় ট্রেন, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, মনোরম কফি ও চা বাগান, আর ব্রিটিশ আমলের স্থাপত্য—সব মিলিয়ে এই পাহাড়ি শহর পশ্চিমবঙ্গের অন্যতম সেরা ভ্রমণগন্তব্য। এখানে রইল একটি ৩ দিনের ভ্রমণ পরিকল্পনা, যাতে আপনার দার্জিলিং সফর আরও সুন্দর ও ঝামেলাহীন হয়।
প্রথম দিন: আগমন ও দার্জিলিং দর্শন শুরু
- সকালে নিউ জলপাইগুড়ি (NJP) বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে দার্জিলিং-এর পথে রওনা দিন (৩ ঘণ্টার রাস্তা)।
- হোটেলে চেক-ইন করার পর দুপুরে বিশ্রাম নিন।
- বিকেলে চৌরাস্তা মল রোড-এ ঘুরে বেড়ান। স্থানীয় দোকান থেকে সুভেনির কিনুন।
- সন্ধ্যায় স্থানীয় কফি হাউস বা রেস্তোরাঁয় তিব্বতি খাবার (মোমো, থুকপা) ট্রাই করতে ভুলবেন না।
দ্বিতীয় দিন: সূর্যোদয় ও দার্জিলিং সাইটসিইং
- ভোর ৪টার দিকে রওনা দিন টাইগার হিলে সূর্যোদয় দেখতে। কাঞ্চনজঙ্ঘার প্রথম আলোকছটা এক অনন্য অভিজ্ঞতা।
- ফেরার পথে দেখুন ঘুম মঠ (Ghoom Monastery) এবং বাতাসিয়া লুপ।
- প্রাতরাশের পর শুরু করুন দার্জিলিং শহর ভ্রমণ—
- পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক
- হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট
- তেনজিং রক ক্লাইম্বিং সাইট
- পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক
- দুপুরে স্থানীয় কোনো রেস্তোরাঁয় ভোজ। গ্লেনারিজ বা কেভেন্টারের অভিজ্ঞতা নিতে ভুলবেন না। স্থানীয় বাজার থেকে হ্যান্ডিক্রাফট বা উলের জিনিসপত্র কেনাকাটা করুন।
- বিকেলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (টয় ট্রেন) রাইড—ঘুম পর্যন্ত যাওয়া বেস্ট অপশন।
- সন্ধ্যায় ফের মল রোডে সময় কাটান।
তৃতীয় দিন: চা বাগান ও আশেপাশের ভ্রমণ
- সকালে হোটেল থেকে বেরিয়ে যান হ্যাপি ভ্যালি টি এস্টেট বা অন্য কোনো চা বাগানে। এখানে চা প্রস্তুত প্রক্রিয়া দেখার পাশাপাশি কিনতেও পারবেন আসল দার্জিলিং চা।
- সময় থাকলে এর পর ঘুরে আসতে পারেন কাছাকাছি জায়গাগুলো—
- পিস প্যাগোডা (Peace Pagoda)
- জাপানিজ টেম্পল
- রক গার্ডেন
- পিস প্যাগোডা (Peace Pagoda)
- মধ্যাহ্নভোজ সেরে ফেরার জন্য NJP বা বাগডোগরা এয়ারপোর্টের উদ্দেশে রওনা দিন।
কোথায় থাকবেন?
সরকারি ব্যবস্থাপনায় দার্জিলিং শহরের ভানু সরণিতে রয়েছে দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি। এখানে ঘর পাওয়া যাবে প্রতি রাত ২৩০০ টাকা থেকে ৩২০০ টাকার মধ্যে। অনলাইন বুকিং: darjeelingtouristlodge@gmail.com। এ ছাড়া রয়েছে লোইস জুবিলি কমপ্লেক্স (ফোন: ০৩৫৪২২৫৪৮৭৯), ম্যাপল ট্যুরিস্ট লজ (ফোন: ০৩৫৪২২৫২৮১৩)। রয়েছে অসংখ্য হোটেল, হোমস্টে। বিভিন্ন দামের মধ্যে। গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। দামের রেঞ্জ:
- বাজেট হোটেল: ₹১,২০০ – ₹২,০০০ প্রতি রাত
- মিড-রেঞ্জ: ₹২,৫০০ – ₹৪,০০০ প্রতি রাত
- লাক্সারি: ₹৫,০০০+ প্রতি রাত
কী খাবেন?
- তিব্বতি মোমো, থুকপা
- স্থানীয় নেপালি খাবার (গুন্দ্রুক, সেল রুটি)
- আসল দার্জিলিং চা
৩ দিনে দার্জিলিং ভ্রমণ করলে আপনি পাহাড়ি শহরের রূপ, প্রকৃতি, ইতিহাস এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন অনুভব করবেন। সময় স্বল্প হলেও এই পরিকল্পনা মেনে চললে দার্জিলিং ভ্রমণ হবে স্মরণীয়।
আরও পড়ুন: চলুন সড়কপথে: জয়পুর থেকে জৈসলমের