পুজোয় ঠাকুর দেখতে চলুন, পশ্চিমবঙ্গ পর্যটনের প্যাকেজে
ভ্রমণঅনলাইন ডেস্ক: করোনা অতিমারিতে সম্ভবত সব চেয়ে বেশি ক্ষতি যে শিল্পটিতে হয়েছে তা হল পর্যটন। তাই লকডাউনের পর ধাপে ধাপে আনলক পর্ব চালু হতেই একটু একটু করে খুলে দেওয়া হচ্ছে পর্যটন শিল্পের দরজাটি। খুলে যাচ্ছে সরকারি ট্যুরিস্ট লজ, খুলছে বেসরকারি হোটেল, রিসর্ট, হোম স্টে। আকর্ষণের কেন্দ্রবিন্দু যে সব স্থান, তার দরজাও খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। […]