ফের ডাকল দারিংবাড়ি ৩/ দুলুরির তীরে মজলাম পিকনিকে
শ্রয়ণ সেন প্রবল শীতের মধ্যেও লেপকম্বলের মায়া কাটাতে বেশি সময় লাগল না। ঘরের পরদা সরাতেই দেখলাম ঘন কুয়াশা আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে দারিংবাড়িকে। হাঁটা লাগালাম সানরাইজ পয়েন্টের দিকে। না, কোনো ঘোষিত সানরাইজ পয়েন্ট এখানে নেই, কিন্তু দারিংবাড়ির ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য একাধিক জায়গা থেকেই অসাধারণ সানরাইজ দেখা যায়। তেমনই একটা জায়াগার কথা পিন্টুজিই বলে দিয়েছিলেন কাল রাতে। […]