পাহাড়, জঙ্গল ও কংসাবতী, মুকুটমণিপুরের উলটো দিকে গড়ে উঠেছে দুর্গাডি পর্যটন কেন্দ্র
ভ্রমণ অনলাইনডেস্ক: পুরুলিয়ার মানবাজার ২ ব্লকের ধাদকিডি গ্রামের অদূরে দুর্গাডি পাহাড়ের উপরে গড়ে উঠেছে ‘ইকো টুরিজ়ম পার্ক’। নতুন এই পর্যটন কেন্দ্রের নাম রাখা হয়েছে দুর্গাডি পর্যটন কেন্দ্র। মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের ঠিক উলটো দিকে জঙ্গলে ঘেরা পাহাড়ের উপরে কটেজে রাত কাটাতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বুকিং-ও। মনে করা হচ্ছে আগামী কিছু দিনের মধ্যে দ্বিতীয় মুকুটমণিপুরের তকমা […]